বৃহস্পতিবার প্রকাশ পেল স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারের তালিকা,দেখে নিন তালিকায় আপনার শহরের নাম আছে কি না


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের পরেই শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারের তালিকা প্রকাশ হল ব‌ৃহস্পতিবার। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী ভার্চুয়াল অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করেন।

স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার
Pin it

গত তিন বছরের মতোই ২০২০ সালেও ইন্দোর সেরা স্বচ্ছ শহরের পুরস্কার পাচ্ছে। দ্বিতীয় স্থানে আছে গুজরাতের সুরাট। তৃতীয় স্থানে নবি মুম্বই

তবে পশ্চিমবঙ্গের নাম নেই এই তালিকায়। চতুর্থবার বিজয়ী হওয়ায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অভিনন্দন জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তবে এই তিনটি স্থান হয়েছে এক লাখের বেশি জনসংখ্যার নিরিখে।

Pin it

এক লাখের কম জনসংখ্যার নিরিখে স্বচ্ছ শহরের তালিকায় প্রথম স্থানে আছে
করাদ (মহারাষ্ট্র), দ্বিতীয় স্থানে আছে সাস্বাদ (মহারাষ্ট্র) এবং তৃতীয় স্থানে আছে লোনাভালা (মহারাষ্ট্র)।
ছত্তিসগড় পুরস্কৃত হয়েছে একশো অধিক শহর যুক্ত স্বচ্ছ রাজ্য হওয়ায়।

একশো র কম শহর যুক্ত স্বচ্ছ রাজ্যের মধ্যে পুরস্কৃত হয়েছে ঝাড়খণ্ড ।

  • উত্তরপ্রদেশের বারাণসী পুরস্কার পেয়েছে গঙ্গার তীরবর্তী সবচেয়ে স্বচ্ছ শহর হিসেবে।
    উত্তরপ্রদেশের শাহজা‌হানপুর কে পুরস্কৃত করা হয়েছে এমন শহর হিসেবে যেখানে
    সর্বাধিক মানুষ শহর স্বচ্ছ রাখার কাজ করেছেন।
  • গুজরাতের আহমেদাবাদ ৪০ লাখের বেশি জনসংখ্যার সবচেয়ে স্বচ্ছ মেগাসিটির পুরস্কার পেয়েছে।
  • ৪০ লাখের বেশি জনসংখ্যা আছে স্বচ্ছতার বিচারে সেরা স্বনির্ভর শহর হিসেবে একসাথে দুটি শহর এই পুরস্কার পেয়েছে। কর্নাটকের বেঙ্গালুরু ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া।
  • রাজস্থানের যোধপুর খুব দ্রুত স্বচ্ছতায় নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া শহর হিসেবে পুরস্কার পেয়েছে।
  • ১০ লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরের মধ্যে স্বচ্ছতার বিচারে সেরা স্বনির্ভর শহর হিসেবে পুরস্কার পেয়েছে গুজরাতের রাজকোট।
  • ১০ লাখের কম জনসংখ্যা বিশিষ্ট শহরের মধ্যে স্বচ্ছতার বিচারে স্বনির্ভর শহর হিসেবে পুরস্কার পেয়েছে কর্নাটকের মহীশূর।
  • সবচেয়ে ছোট স্বচ্ছ শহরের পুরস্কার পেয়েছে অম্বিকাপুর ও বুরহানপুর ।
  • তিন লাখের মধ্যে থাকা জনসংখ্যার শহরের মধ্যে স্বচ্ছতম শহর হয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি।
  • স্বচ্ছতম রাজধানীর পুরস্কার পেয়েছে নয়া দিল্লি।
  • দ্রুত স্বচ্ছ হওয়ার লক্ষ্যে পৌঁছতে সক্ষম রাজধানী শহর হিসেবে পুরস্কার পেয়েছে উত্তরপ্রদেশের লখনউ।
  • দ্রুত স্বচ্ছ হওয়ার লক্ষ্যে এগিয়ে গিয়ে স্বনির্ভর রাজধানী শহর হিসেবে পুরস্কার পেয়েছে মধ্যপ্রদেশের ভোপাল।
Pin it
Infographic courtesy – Times of India


Recent Posts