আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” ছদ্মবেশ ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

ছদ্মবেশ নিয়ে ক্যাপশন, Chadmabesh nie caption

- ছদ্মবেশে ঘুরে বেড়াবো আমি নিজেদের মাঝেই, আমার আসল রূপ যে তারা সহ্য করতে পারে না।
- অনেক দুঃখ বুকে চেপে রেখেও হাসি খুশি থেকে এক আনন্দে পরিপূর্ণ মানুষের ছদ্মবেশী হয়ে থাকি।
- বার বার ভিন্ন ছদ্মবেশ ধারণ করে একই জায়গায় ঘুরে আসতে অনেক মজা।
- আমার ছদ্মবেশ সকলকে বোকা বানিয়ে দেয়, কারণ প্রতিবারের রূপ পরিবর্তন নিপুণ হাতে করি আমি।
- ছদ্মবেশে থেকে কাছের মানুষের কাছ থেকেও নিজের ব্যাপারে অনেক কটু কথা শোনা যায়।
- ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকে বহু মানুষের খারাপ মতলব, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
- আমি বহুবার ছদ্মবেশ ধারণ করেছি, কিন্তু সে সব বিনোদনের জন্য, কখনো কোনো বদ মতলব ছিল না আমার।
- নিজের সারাটা জীবন কেউ ছদ্মবেশে থেকে কাটিয়ে দিতে পারে না, যারা পারে তারাই শ্রেষ্ঠ অভিনেতা।
- অভিনেতাদের যে কতবার কতো রকম ছদ্মবেশ ধারণ করতে হয়, মাঝে মাঝে তাদের ছদ্মবেশ সবাইকে তাক লাগিয়ে দেয়।
- টিভি তে অনেক দেখেছি যে পুলিশ ছদ্মবেশ ধারণ করে বহু লুকিয়ে থাকা রহস্য আবিষ্কার করে নেয়, আমি কখনও এমন কোনো রহস্যের গন্ধ পেলে অবশ্যই ছদ্মবেশ নিয়ে সেই রহস্য উৎঘাটন করার চেষ্টা করবো।
- আজ অবধি আমার ছদ্মবেশের পেছনে থাকা আসল রূপটি কেউ ধরতে পারে নি।

ছদ্মবেশ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মানুষ চিনতে ভুল করা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ছদ্মবেশ নিয়ে স্টেটাস, Best Disguise status in Bangla

- সম্পর্কের কানায় কানায় শুধু তিক্ততার রেশ, বন্ধুত্বও ধারণ করে শত্রুর ছদ্মবেশ।
- ছদ্মবেশে রয়েছে যারা, দেখছে তারা মুচকি হেসে । একলা পথে চলবো আমি, হোঁচট খেলে ভয় কি তাতে?
- হে বিধাতা, তুমি যে কখন মানুষের ছদ্মবেশে আমার জীবনে এসে আমার সব দুঃখ কেড়ে নিয়েছো তা আমি বুঝতেই পারি নি।
- শত্রুতা বেশিরভাগ সময় ভালো মানুষের ছদ্মবেশে আমাদের জীবনে আসে, কখনো আমাদের বন্ধু হয়ে কখনো বা আমাদের শুভচিন্তক হিসেবে।
- কোনো এক অলস বিকেলে তারও যদি ছদ্মবেশে প্রেম পায়, প্রেমিক পাগল আত্মভোলা সেও চোখের গভীরে ডুবে যেতে চায়।
- হে ছদ্মবেশী, তুমি প্রেমিক রূপে মানুষকে আপন করো, প্রতিবাদ বুকে জড়িয়ে আলিঙ্গনের ভানে ভালোবেসে আঘাত করো, বিষণ্নতায় সুরার পাত্র পূর্ণ করা কষ্টে মানুষ ওঠে মেতে, রোজই গিলছি বসে একচুমুকে, নেশার ঘোরে চাইছি তোমায় পেতে৷
- তুমি নাকি ছদ্মবেশ খুব সহজে ধরে নিতে পারো, কিন্তু আমি তো এখন অবধি তোমার ছদ্মবেশই ধরতে পারি নি।
- প্রেমের জোয়ারে, বানভাসি অভিমান, স্তব্ধ হৃদয় কফনবন্দী,অনভিপ্রেত পক্ষাঘাতে। আমার মধ্যে রেখেছি শুধু মনের আত্মবিশ্বাস, বারোমেসে অভিনয়ের ছদ্মবেশে ।
- মুখোশের আড়ালে থাকা ছদ্মবেশী মুখ থেকে মুখোশটি এক না একদিন খুলে পড়বেই।
- ছদ্মবেশী রূপে এসে তুমি ভালোবাসা নিয়ে খেলা করো, প্রয়োজন মিটে গেলেই নতুন করে আমায় আবার আঘাত কর, এদিকে নিকোটিনের নীলে আজও আমি ভেসে আছি, ওহে ছদ্মবেশী তোমায় আজও ভালোবাসি।

ছদ্মবেশ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বহুরূপী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ছদ্মবেশ নিয়ে কবিতা , Wonderful poems about Disguise
- এ রাতের আস্কারাতে কত তারা খসে যায়, বসে ঠায় একতারা কে বাজায়? আর কাটে না সময় শুধু শূন্যতায় শূন্য বাড়ায়, বসে ঠায় একতারা কে বাজায়? এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ, সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ।
- কত বন্ধু’র কাঁধে রাখা হাত, কত অছিলায় প্রিয় সাক্ষাৎ, বই দিয়ে ঢাকা চোখই ভাল জানে, এ কোনও ছদ্মবেশ নয়, মেলা শেষ। খেলা শেষ নয়।
- যদি রূপটান হয় ত্বকের ছদ্মবেশ, যদি কলপের মিতালি পক্বকেশ, যদি বলিরেখা ঢাকতে মরিয়া আমি, যদি প্রচ্ছদে পোশাক দারুণ দামি, যদি কটিদেশে স্নেহ কিছু বেশি বলে, সন্দেহ হয় পথিক যাচ্ছে চলে, যদি এতগুলো ‘যদি’কে ভাবতে হয়, তবে তা অন্য প্রেম কিছুতেই নয়।
- পৃথিবীতে আমরা সকলেই এক একজন ছদ্মবেশী, একটা নকল মুখোশের আড়ালে নিজেদের ঢেকে রাখি, প্রকৃত পরিচয় প্রকাশে আমরা কেউ আগ্রহী নয়, ছদ্মবেশেই আমাদের আগ্রহ বেশী।
- ভিক্ষুকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কারা? তারা কি শুধুই ভিক্ষুক? ভিক্ষায় কি এত সুখ? কোনোকালে, প্রেমিক ছিল কি না, এরা? কিংবা যে ভিখারিনী, একদিন প্রেমিকা ছিল না? বিছানায় বালিশের পাশে রেখে দিয়েছ, তরুণ কবির কাব্যসংকলন, তুমি ঘুমিয়ে পড়লেই, তোমার পাশের লোকটিও শুনবে না, কবিতার মধ্যে শব্দ টুঁ শব্দ, বাক্য টু বাক্য বাড়ি বাড়ি, হাঁক দিতে গিয়েও চুপচাপ চলে যাচ্ছে নৈঃশব্দ্যের ভেতর দিয়ে ছদ্মবেশী ভিক্ষুকেরা!
- ভাবছি উঁকি দেব ছদ্মবেশে, রাতে রাতবেরাতের চিলে কোঠার মোক্ষ মুলে, ঘুলঘুলির চোরা পথে দেখে নেব সব নাদেখাগুলোদের, চুপিসারে দেব উঁকি নিঝুমের বনে, কী হয় সেখানে পাতাদের মিহি গুঞ্জনে? খরগোশ নিঃশব্দতায় সুউঁচু দেবদারু বনে স্ব-উচ্ছ্বাস কোলাহলে।আকাশের বুকে পুষে রাখা একনদী জলবৃষ্টি, আঁজল ভরে তুলে নেব চুপিসারের ছদ্মবেশে;
- ছদ্মবেশী দুশমনেরাই দোস্ত সেজে আসে।ট্র্যাফিকের ক্যকোফোনিতে শব্দ পচে মরে।ঝাপটা হাওয়ায় চোখ ছুঁলো ক্লিভেজ। আদুরে ছদ্মবেশী চুমু টা থাক নেপথ্যে।দিগ্বিদিক খোলা চুল গড়াচ্ছে বিছানায়। লিখতে পারিনি তবুও কিছুই।
- আমি ঘর থেকে পালানো পাখির ছদ্মবেশে, তোর কাঁধেতে বসে আমার গান শোনাবো, পাই যদি আদেশ অনেক রাতের পর, খেলনা বাটির লোভ দেখাস যদি আবার ফিরবো ঘর।
- কেউ কম কেউ বেশী, আসলে সব ছদ্মবেশী, রঙে ঢঙে ছেয়ে বঙ্গ, ভয় লাগে তাই বড্ড বেশী! ঢোঁরা সাপে বিষ থাকে না গোখরোতে বিষ অনেক বেশী। তুমি কাঁদলে আমি হাসি, তুমি হাসলে আমি কাশি, পাষাণ হৃদয় মুগ্ধতা নেই, তবুও তোমায় ভালোবাসি।
- আমি সর্বশান্ত বড় ক্লান্ত, আমার পথের তবুও নেই কোনো শেষ।এপথ ঘুরে ওপথে আমার অস্তিত্বের ছদ্মবেশ!
- আমি ভাল অভিনেতা হয়ে মুগ্ধতা বিলিয়ে বেড়াই সবার মাঝে ।হয়ত অাপনার হৃদয়ের রক্তক্ষণ ঘটে প্রতিনিয়ত, তবু ভাল এখনও তো আমি সবার প্রিয় অভিনেতা। কিন্তু এ ছদ্মবেশ বইব আর কতদিন ? ভয়, কখনো যদি ছদ্মবেশ পাল্টাতে গিয়ে ধরা পড়ি, তখন হয়ত করুণা, হয়ত বা ঘৃণা চারিদিক থেকে এসে আমায় বিধবে।
- বারবার মনে হয় ছদ্মবেশে আছি, যখন আয়নায় দেখি মুখ কিংবা ঘোর মধ্য-নিশীথে, নক্ষত্রের নীচে নক্ষত্রের চেয়ে আরো একা রাত্রি তছনছ করে চলে যায় ট্রেন, তৎক্ষণাত মনে হয় এ আমার ছদ্মবেশ, ছদ্মবেশে আছি- এ কি দৃষ্টিবিভ্রম ! এ কি তাৎক্ষণিক জেগে ওঠা ! এ কি অজ্ঞানে ভ্রান্তির অনুসরণ ! পাগলামি !
- তুমি ছদ্মবেশী গন্ধর্ব, কুহক, নাকি মায়ামৃগ, সোনার খাঁচায় বাঁধা তুমি পড়েছো বার বার, লাল পাথরে জড়ানো তুমি হার না মানা হার।
- আমার কেউ নাম রখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্ত্যধামে, আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়, অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণিমায়ায়, অন্ধকারে মিশে থেকেছি।
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali
- বি আর আম্বেদকর জয়ন্তী ২০২৫- বি আর আম্বেদকরের জীবনী, অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, B.R Ambedkar’s life and inspirational quotes
- জীবন নিয়ে আল্লাহর বাণী, Best sayings of Allah about life in Bangla
- কুরান-এর বিশেষ কিছু উক্তি, বাণী, Best sayings of Quran in Bangla

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “ছদ্মবেশ” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।