অভিনব উদ্যোগ হাওড়ার এজেসি বোস ইন্ডিয়ান বটানিক গার্ডেন এর কর্মীদের – দেখে নিন


১৭৮৬ সালে হুগলি নদীর পাশে শিবপুরে তৈরী হয় বোটানিক্যাল গার্ডেন। যা আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক গার্ডেন নামে পরিচিত। ২৭৩ একর জমির উপর অবস্থিত এই উদ্যানে প্রায় ১৫ হাজার গাছ আছে। কিছুদিন আগে হওয়া  আমফান ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই উদ্যান। আমফানের ধাক্কা সহ্য করতে না পেরে ভেঙ্গে পড়ে বহু গাছ।

Pin it

তবে ক্ষতিগ্রস্ত গাছকে নতুন ভাবে কাজে লাগাতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার এজেসি বোস ইন্ডিয়ান বটানিক গার্ডেন এর কর্মীরা। আমফান ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত বাগানের নিজস্ব বাঁশঝাড় থেকে তারা তৈরী করলেন স্যানিটাইজার ডিসপেনসার ,যা সত্যি এক অভিনব প্রয়াস ।

দেখে নিন ছবি গুলি

Pin it
Pin it
Pin it
Pin it

Recent Posts