ক্ষুধা শব্দের মানে হচ্ছে ভোজনেচ্ছা, লালসা, বাসনা ইত্যাদি, সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ক্ষুধা যে শুধু খাবারের ক্ষেত্রে হয় তা না, সেটা যেকোনো বিষয়ে হতে পারে; যেমন জ্ঞান অর্জনের ক্ষুধা, ভ্রমণের ক্ষুধা ইত্যাদি। আপনাদের মধ্যে অনেকেই অনলাইনে বিভিন্ন সময়ে ক্ষুধা নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন বা উক্তি অথবা কবিতা ইত্যাদি খুঁজে থাকেন। তাদের উদ্দেশ্যেই আজ আমাদের এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আশা করছি ক্ষুধা নিয়ে লেখা সবগুলো উক্তি, বাণী এবং স্ট্যাটাস গুলো আপনাদের পছন্দ মত হবে এবং বিভিন্ন সময় কাজে লাগাতে পারবেন।

ক্ষুধা নিয়ে ক্যাপশন, Hunger quotes in bengali
- ক্ষুধা হল কাজ শুরু করার আগে সবচেয়ে সঠিক অনুপ্রেরণা।
- আমাদের মধ্যে যদি মহাকাশ জয় করতে পারার মত ক্ষমতা থাকে, তবে আমরা বিশ্বব্যাপী ক্ষুধাকেও জয় করে নিতে পারব।
- ক্ষুধার বিরুদ্ধে করা যুদ্ধ প্রকৃতপক্ষে মানবজাতির মুক্তির যুদ্ধ।
- যদি একশ জনের ক্ষুধা নিবারণ না করতে পার, তবে অন্তত একজনের ক্ষুধা নিবারণ করো।
- আপনি ক্ষুধার্তদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। সাধ্য মত খাবার দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করুন। এটাই হবে সত্যিকারের পার্থনা।
- কিছু ক্ষেত্রে ক্ষুধা কোনো সমস্যা নয়। এটা শুধুমাত্র একটা অশ্লীলতা।
- একজন ক্ষুধার্ত মানুষ কখনই একজন স্বাধীন মানুষ নয়।
- ক্ষুধা নিবারণ করাটা দানের বিষয় নয়। এটি একটি ন্যায় বিচারের বিষয়।
- একজন ক্ষুধার্ত মানুষ কোনটা সঠিক বা কোনটা ভুল তা পরখ করতে পারে না, সে তখন শুধুই খাবার দেখে।
- আপাতত আমি ক্ষুধার সঠিক বিচার ছাড়া আর কিছুই চাই না।
- ভাত বা রুটির ক্ষুধার চেয়ে ভালোবাসার ক্ষুধা মেটানো অনেক বেশি কঠিন ব্যাপার।
- হে অভিশপ্ত সোনার ক্ষুধা, মানুষের হৃদয়কে তুমি কোনো পাপকার্যের জন্য বাধ্য করো না!
- দরিদ্র জাতি থাকে ক্ষুধার্ত, ধনী জাতি থাকে গর্বিত; তাই অহংকার এবং ক্ষুধা সর্বদা ভিন্ন হয়।
- অজানার সেই ক্ষুধা যেন মন থেকে দূর না হয়। সেই কৌতূহল টি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণেই আপনি যাই করেন তার জন্য আপনার মধ্যে এই আবেগ বজায় রাখা উচিত।
- আমি চাই না আরাম। আমি চাই ঈশ্বর, আমি চাই কবিতা, আমি চাই প্রকৃত ক্ষুধা, আমি মুক্তি ও কল্যাণ চাই।

ক্ষুধা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি Food Quotes for Instagram | Captions for Delicious Food সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ক্ষুধা নিয়ে স্ট্যাটাস, Best captions about hunger
- ক্ষুধা হল এক অকৃতজ্ঞ বদমাশ, এটি কখনই অতীতের উপকার মনে রাখে না, বরং সর্বদা আরও আগামীকাল চায়।
- আপাতত আমি নিজের ক্ষুধার বিচার চাই, এছাড়া আর কিছু চাই না।
- নিজের মন থেকে জয়ের ক্ষুধা মরতে দেওয়া চলবেনা, এই ক্ষুধা বড় থাকতে হবে।
- ধনী ব্যক্তিরা গর্বে ফুলে ওঠে, দরিদ্ররা ভোগে ক্ষুধার জ্বালায়।
- আমি একজন ভোজন রসিক, কিন্তু আমি নিজের প্রকৃত ক্ষুধার থেকে একটু কম পরিমাণ খাওয়ার চেষ্টা করি।
- যদি প্রয়োজনের চাইতে অধিক খাদ্য গ্রহণ করো, তবে তা তোমাকে আলস্যে ডুবিয়ে রাখবে এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে অমনোযোগী করে তুলবে৷
- ক্ষুধা নিবারণের জন্য উপযুক্ত আহার গ্রহণ ঔষধ সেবনের চেয়েও বেশি উপকারী৷
- ক্ষুধার্ত অবস্থায় বেশি খাওয়া এবং দরকার না থাকলেও বেশি কথা বলা, দুটোই ক্ষতিকর৷
- পৃথিবীতে অস্ত্র দ্বারা যত মানুষ মারা যায়, তার চেয়ে অধিকসংখ্যক মানুষ মরে ক্ষুধায়, অতিরিক্ত পরিমাণ আহার ও মাদক জাতীয় পানীয় দ্বারা৷
- ক্ষুধা একাধারে মানুষের বন্ধু আবার শত্রুও৷ ক্ষুধার তৃপ্তির নিবারণের জন্য মানুষ বাঁচে আবার ক্ষুধার তাড়নায়ই মানুষ বিভিন্ন প্রকার দুষ্কর্মে নিয়োজিত হয়ে পড়ে ৷
- ক্ষুধাই এই বিশ্বতে রাজত্ব করছে ৷
- একজন মানুষ যখন ক্ষুধায় কাতর হয়ে থাকে তখন তার কাছে পরিবার, প্রেম, ব্যবসা, ধর্ম আর শিল্পকলা সবকিছুই শুধুমাত্র কথার খেলা বলে মনে হয় ৷
- অন্যেরা ক্ষিদে মিটানোর জন্য বা খাওয়ার জন্যে বেঁচে থাকে আর আমি বাঁচার জন্যে খাই ৷
- কিছুটা পেট খালি রেখেই খাওয়া উচিত, এটি স্বাস্থ্যের পক্ষে একান্ত জরুরী, কারণ যারা পেট পুরে খায়, তাদের হজমের গোলমাল নিয়ে সমস্যা কোনোদিনও যায় না৷

ক্ষুধা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পথশিশু নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ক্ষুধা সম্পর্কে ছন্দ ও বাণী, Poetic verses about hunger
- অধিকাংশ মানুষই ক্ষিদে মেটাতে এমনভাবে খাবার খায় যেমন তারা নিজেদেরকে বাজারে বিক্রি করার জন্য বেশ চর্বিদার করে তোলার তালে আছে৷
- হুইস্কির মধ্যে ভীরু সাহস খোঁজে, দুর্বল শক্তি খোঁজে, ক্ষুধার্ত ব্যক্তি খাবার খোঁজে, দুঃখী সুখ খোঁজে, কিন্তু শেষ অবধি সকলেই অধঃপতন ছাড়া আর কিছুই পায় না৷
- ক্ষুধা মেটানোর জন্য পাকস্থলীর এক-তৃতীয়াংশ ভরে দিতে হবে খাদ্য দ্বারা, এক-তৃতীয়াংশ ভরতে হবে পানির দ্বারা আর এক-তৃতীয়াংশ রাখতে হবে খালি ৷
- মানুষের ক্যারাভান এখানে এসে থেমে গেছে
কপাটের পাশে ক্ষুধার শিল্প, খুব হাসছে ভাস্কর
কেমন হাসি হে , কিসের হাসি ! - গাহি সাম্যের গান–
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান ,
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি ।
‘পুজারী, দুয়ার খোল,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পুজার সময় হলো !’
স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়
দেবতার বরে আজ রাজা- টাজা হয়ে যাবে নিশ্চয় !
জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
ডাকিল পান্থ, ‘দ্বার খোল বাবা, খাইনা তো সাত দিন !’
সহসা বন্ধ হল মন্দির , ভুখারী ফিরিয়া চলে
তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে !
ভুখারী ফুকারি’ কয়,
‘ঐ মন্দির পুজারীর, হায় দেবতা, তোমার নয় !’ - খেতে খেতে
পেট হলো ঢোল
তবু তার মুখে সেই
পুরাতন বোল –
কী যে অসুবিধে
খালি পায় খিদে। - ক্ষিদে। সব রং খেয়ে ফেলা কালো কালো খিদে।
ঘর খাই বাড়ি খাই বাঁচার তাগিদে।
ভুখা পেটে ধিকি ধিকি তুষের আগুন, ফ্যান দাও.. সাথে শুধু একছিটে নুন,
বিনিময়ে ভোগ করো যেমন সুবিধে। ক্ষিদে.
ওরা কারা? অবয়বহীন কিছু মানুষের দল,
ঘরবাড়ি কিছু নেই, ক্ষিদেরা প্রবল।
এককালে ছিলো দেশ, পাড়া ও উঠান,
গোলা ভরে ধান ছিলো, বুকভরা গান।
পড়শী ঝগড়া ছিলো,প্রেম খুনসুটি,
কাজ ছিলো হাতে, আর মাঝে মাঝে ছুটি।
আজ নেই, কিছু নেই, রাজা ও ফকির,
এক সাথে পথ চলা ক্ষিদেদের ভিড়।
ওরা শুধু বেঁচে আছে বাঁচার তাগিদে,
চাল নেই, চুলো নেই, মানুষী বাসনা নেই,
পেট জুড়ে পড়ে আছে একরাশ ক্ষিদে।
কোথা থেকে এলো ওরা?
ক্ষিদেসর্বস্ব ওই নামহীন শরীরেরা
এলো কোথা থেকে?
কখনো মানুষ ছিলো ওরা প্রত্যেকে।
পার হয়ে এসে গেছে দেশভাগ রেখা,
ওদের কপালে লেখা ধর্মের ছ্যাঁকা দেওয়া অযুত কাহিনী,
স্রেফ ঈশ্বরদোষে অবিরাম মূল খোঁজে ক্ষিদের বাহিনী। কালো রাস্তায় ওরা হাঁটছে দুনিয়াময়,
ইহুদী,রোহিঙ্গিয়া, হিন্দু বা শিখ নয়,
ইয়াজিদি, বোহরা, পারসি আরবিক নয়,
একটাই পরিচয়,
ওরা মরে বারবার একনামে বিধে। ক্ষিদে।
হে আমার পেটভরা মানুষের দল,
আপনি কোপনি নিয়ে রোজ কোন্দল,
ভাগ্যের মারপ্যাঁচ নয় খুব সিধে,
সামলিও ঘরদোর, গলি ও পাড়ার মোড়,
আঁকড়িয়ে ধরে রেখো শান্তির জিদে
অনর্থ ঘটে গেলে হঠাৎ দেখতে পাবে
তোমাদের চারধারে ওত পেতে
ঘিরে ধরে নিকষ বর্ণহীন,
সব শুষে নেওয়া এক জমাট আঁধার। ক্ষিদে। - ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
- জাতীয় পাখি দিবস এর তাৎপর্য, ইতিহাস ও উক্তি National Bird Day History and Quotes
- জাতীয় যুব দিবসের তাৎপর্য ও শুভেচ্ছা, National Youth Day Significance and Greetings in Bengali
- বিশ্ব এতিম দিবসের সম্পর্কিত তথ্য ও উক্তি, World Day Of War Orphans Quotes in Bengali
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali

পরিশেষে, Conclusion
আমাদের লেখা আজকের এই প্রতিবেদনটির সাহায্যে আপনাদেরকে ক্ষুধা নিয়ে কিছু স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও উক্তি ইত্যাদির উপযুক্ত সন্ধান দেওয়ার চেষ্টা করেছি।
আশা করছি ক্ষুধা সম্পর্কিত এই পোস্ট টি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনাদের কাজে লাগবে। আজকের এই ক্ষুধা সম্পর্কিত পোস্ট টি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু, আত্মীয় পরিজন এবং সোশাল মিডিয়ার প্রোফাইল গুলিতে শেয়ার করে নেবেন। এমন আরও সুন্দর সুন্দর পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের ওয়েবসাইটের উপর।