খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি-র প্রথম লুক


করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ সিনেমা হল, সিনেমার সাথে জড়িত বহু মানুষ এর ফলে বিপুল লোকসানের সম্মুখীন হচ্ছেন।

এখন ভরসা ওটিটি প্ল্যাটফর্ম। বড় বাজেটের একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।
২৭ সেপ্টেম্বর যশ চোপড়ার ৮৮ তম জন্মদিনে মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি-র প্রথম লুক।

‘টাইগার থ্রি’ তে অভিনয় করবেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ২০১৭ তে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিক্যুয়াল হল টাইগার থ্রি।

টাইগার থ্রি’র কাহিনিতে ছড়িয়ে আছে অনেক চমক এমনটা ইঙ্গিতে বুঝিয়েছেন পরিচালক এখন দেখার
সলমন – ক্যাটরিনা জুটিকে দর্শক কতটা ভালোবাসা দেয়।

২০২০ সাল বলিউডের কাছে কালো সাল। একদিকে একাধিক বলিউডের ব্যক্তিত্ব দের মৃত্যু, অন্যদিকে করোনা, এবং এই দুইয়ের পাশাপাশি সম্প্রতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যেভাবে বলিউডে স্বজনপোষণ এর বিরোধিতা করছে সবাই এবং বয়কট বলিউড এর ডাক তুলেছে তাতে এই ছবির সাফল্য নিয়েও সংশয় আছে।

tiger 3 poster release

সম্প্রতি সড়ক ২ এর মত বিগ বাজেট ছবিতেও বয়ে গেছে ডিসলাইকের বন্যা, এবার টাইগার থ্রি তে লাইকের ঝড় ওঠে না ডিসলাইকের রেকর্ড তা বলে দেবে সময়।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...