হাওড়ায় তৃণমূলের নয়া উদ্যোগ, স্বল্প মূল্যে ‘মমতার মমতা’য় পাওয়া যাবে খাবার


সাধারণ মানুষের কথা ভেবে হাওড়ার সালকিয়ায় ক্যান্টিন চালু করেছে তৃণমূল, কম টাকায় রান্না করা খাওয়ার পাওয়া যাবে এই ক্যান্টিনে যার নাম রাখা হয়েছে ‘মমতার মমতা’। লকডাউন শুরু হওয়ার পর থেকেই মানুষের জীবনে নেমে আসে বিপর্যয়, একদিকে করোনার দাপট অপরদিকে কাজ হারিয়ে ফেলা, সেই সময় সিপিএম এর তরফে খোলা হয়েছিল শ্রমজীবী ক্যান্টিন,যেখানে কলকাতার বিভিন্নপ্রান্তে অসহায় মানুষদের জন্য স্বল্পমূল্যে খাবার দেওয়া হয়। এবার তৃণমূলের তরফেও খোলা হল এমন ক্যান্টিন। 

Pin it


সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদারের তৃণমূলের এই উদ্যোগকে আক্রমণের সুরে বলেন সবটাই করা হচ্ছে আসন্ন ভোটের কথা ভেবে। তবে এই কটাক্ষের পাল্টা জবাবে উত্তর হাওড়ার তৃণমূল নেতা বলেন একেবারেই সিপিএম এর থেকে এই ভাবনা ধার নিয়ে নয়,  মানুষের পাশে সারাবছর থাকতেই এই উদ্যোগ।

করোনার কারণে হাওড়া শিল্পাঞ্চলে অনেক মানুষের আয় আগের তুলনায় কমেছে অনেকটাই, অনেকে আবার কাজ হারিয়েছে, তাঁদের কথা ভেবেই ক্যান্টিন চালু করা হয়েছে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। বর্তমানে ক্যান্টিনে আড়াইশো মানুষকে খাবার দেওয়া হচ্ছে।

আমিষ ও নিরামিষ দু’ধরনের খাবারই পাওয়া যাবে এই ক্যান্টিনে।নিরামিষ খাবারের মধ্যে  থাকছে ডাল, ভাত, ভাজা ও  তরকারি যার দাম হচ্ছে মাত্র ১৫ টাকা। আর আমিষ খাবারে থাকছে ডাল, ভাত,  তরকারি তার সাথে মাছ অথবা ডিম। দাম ২০ টাকা, রবিবার মাছের পরিবর্তে থাকব মাংস।করোনার সংকটে পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হবে ততদিন বন্ধ হবে না এই ক্যান্টিন জানিয়েছে তৃণমূল।

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now

Recent Posts