উৎসবের মরশুমে ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর, শনিবার থেকে খুলে গেল সিকিমের দরজা



উৎসবের মরশুমে সুখবর, ভ্রমণপ্রেমীদের জন্য খুলে গেল সিকিম। যারা পুজোর সময় ঘুরতে ভালোবাসেন তাদের জন্য  অনবদ্য হতে পারে জনপ্রিয় সিকিম ভ্রমণ।করোনা অতিমারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিকিম। প্রায় ৭ মাস পর শনিবার পর্যটকদের জন্য খুলে গেল উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিমের দুয়ার। যদিও মাঝে মাত্র কয়েকদিনের জন্য খোলা হয়েছিল সিকিমের দরজা।


দীর্ঘদিন ধরে পর্যটকদের আগমন না হওয়ায় আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেখানকার পর্যটনের সাথে যুক্ত ব্যবসায়ীরা। তবে আবার পুরনো আগের মতোই পর্যটকদের ভিড় হবে বলেই আশাবাদী তারা। আর সিকিমের দুয়ার খোলার সাথে সাথেই সিকিমে আগামী ১ সপ্তাহেরও বেশি সময়ের জন্য সমস্ত লজ, হোটেল ‘হাউসফুল’ বলে জানা গেছে। দীর্ঘ সময় পর মানুষের এই উচ্ছ্বাস দেখে আশার আলো ব্যবসায়ীদের চোখে।


দেশজুড়ে করোনা অতিমারির কারণে বন্ধ হয়ে গেছিল শপিং মল, সিনেমা হল থেকে শুরু করে অফিস, মন্দির, ভ্রমণস্থান সবকিছুই। তবে নিউ নর্মালে আবার সব কিছু স্বাভাবিক হচ্ছে।মার্চ মাস একে একে সমস্ত পর্যটনস্থল বন্ধ হয়ে যায় কোভিড ১৯ এর কারণে।  সতর্কতা অবলম্বনে সিকিমের  চারপাশের সীমানা বন্ধ থাকায় এই স্থানে করোনা সংক্রমণ তেমন বাড়তে পারেনি। তবে জুন মাসে আনলক পর্বে এক সপ্তাহের জন্য পর্যটকদের আগমনে অনুমতি দেওয়ায় করোনা সংক্রমণ বাড়তে থাকে। যার ফলে পুনরায় বন্ধ হয়ে যায় সিকিম ভ্রমণ। কড়া সতর্কতায় সিল করে দেওয়া হয় বাংলা-সিকিম সীমানা। 

আগস্ট মাসে আবার সিকিমের দরজা খোলা হয় কিন্তু মাত্র ২ দিন পরে আবার তা বন্ধ করে দেওয়া হয়।তবে দার্জিলিংয়ে পর্যটন শুরু হওয়ায় সেপ্টেম্বরের শেষ থেকে দফায় দফায় আলোচনা হচ্ছিল যার পর করোনার সমস্ত নির্দেশিকা দিয়ে শনিবার থেকে সিকিমের দরজা খুলে যায়।এই সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ীরাও খুশি, উৎসবের  মরশুমে দীর্ঘ সাত মাসের বিপুল লোকসান কিছুটা কমবে বলেই আশাবাদী তার। অপরদিকে ভ্রমণপ্রেমী মানুষদের কাছেও নানা চিন্তা, কাজের চাপ থেকে মুক্তির স্বাদ নিতে কয়েকটা দিন বেড়ানোর জন্য সিকিম ভ্রমণ দারুণ গন্তব্য।

Recent Posts