করোনা সংক্রমণের কারণে লকডাউন শুরু হওয়ার পর থেকেই বন্ধ লোকাল ট্রেন,
আনলক ৪ পর্যায়ে মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে সোমবার থেকে, কিন্তু লোকাল ট্রেন কবে থেকে চলবে জানতে আগ্রহী যাত্রীরা।
মেট্রোয় দৈনিক যাত্রী সংখ্যা থাকে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার যেখানে লোকাল ট্রেনে যাত্রীর সংখ্যা বহুগুণ বেশি। দৈনিক প্রায় ৩০ লক্ষের বেশি যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাই দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেনে ভিড় সামলানো ভীষণ মুশকিল।
তবে মেট্রোর মতো লোকাল ট্রেনেও ভিড় এড়ানোর জন্য ভাবা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কথা।
এরাজ্যে পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখার রেল চালানো শুরু করার কথা ভাবা হলেও তা কবে থেকে পুনরায় চালু হবে তা এখনই বলা যাচ্ছে না।
আনলক ৪ এ মেট্রো রেল পরিষেবা শুরু হওয়ার ঘোষণা করার পর থেকেই লোকাল ট্রেন চালুর ব্যাপারে জল্পনা করা হচ্ছে, মেট্রো শুরুর পর এবার লোকাল ট্রেন চালু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে লোকাল ট্রেন চালুর পরিকল্পনা থেকে রাজ্যের সঙ্গে নিয়মিত আলোচনাও চলছে। মেট্রো শুরু হলেও বোঝা যাবে পরিস্থিতি কেমন থাকে তার উপরও নির্ভর করবে অনেক কিছু।
তবে পুজোর আগেই চলতে পারে লোকাল ট্রেন, এমনটাই ভাবা হচ্ছে, তাই দ্রুত এই বিষয়ে রাজ্যের সঙ্গে বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন
দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয়কুমার মহান্তি।