ভারতে প্রথম তৈরি হচ্ছে ট্রাম লাইব্রেরি, তাও আবার কলকাতায়, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কলকাতাবাসী।
বাংলার ঐতিহ্য ট্রাম, সেই ট্রাম চড়তে চড়তেই এবার থেকে বই পড়ার সুযোগ মিলবে।
আজ থেকেই শুরু নতুন এই ট্রাম পরিষেবা।ছাপার অক্ষরের পাশাপাশি চাইলে অনলাইনেও বই পড়তে পারবেন যাত্রীরা । দীর্ঘদিন লকডাউন, আমফানে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে চালু হবে ট্রাম পরিষেবা আর এই রুটেই আজ থেকে চালু হয়েছে ট্রাম লাইব্রেরি যা ৪.৫ কিলোমিটার পথে প্রতিদিন চলবে।
ট্রামের ভিতরে নানা ধরনের বই থাকবে যার মধ্যে গল্প বা উপন্যাসের বই তো আছেই, এছাড়াও ম্যাগাজিন, পাঠ্যপুস্তক এবং সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও থাকবে।
উদ্বোধনের প্রথম সপ্তাহে যেসন যাত্রীরা ট্রামের টিকিট কাটবেন তারা উপহার স্বরুপ পাবেন পেনও।
এই নতুন লাইব্রেরি ট্রামে ফ্রি ওয়াইফাই এবং হটস্পটের সুবিধাও মিলবে।
পরবর্তীতে এই ট্রামে আরও নানান পরিকল্পনা নেওয়া হবে যেমন বই উদ্বোধন, পাঠক সমাবেশ, ট্রাম সাহিত্য উৎসব ইত্যাদি।
এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়, বইপ্রেমী মানুষদের কাছে কলেজস্ট্রিট স্বর্গ। কলকাতার শিক্ষার পীঠস্থান কলেজস্ট্রিটে মানুষ ছুটে যায় বিভিন্ন বইয়ের খোঁজে।
শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে একাধিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় , স্কটিশ চার্চ কলেজ, বেথুন কলেজ হেয়ার স্কুল, এবং আরও অনেক। এই রুটে ট্রামে যাতায়াত করেন অনেক পড়ুয়াই, তাদের জন্য এই সফর আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ, জানিয়েছেন রাজ্য পরিবহণ নিগমের এমডি রজনবীর সিং কাপুর।