বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এলোপাথাড়ি ভাবে ছুরির কোপ অভিনেত্রীকে


ফিরিয়েছিলেন বিয়ের প্রস্তাব, পরিনতি এত ভয়ানক হবে ভাবেননি হিন্দী টেলিভিশন অভিনেত্রী। বিয়ের প্রস্তাবে সম্মতি না দেওয়ায় অভিনেত্রী মালভি মালহোত্রার তলপেট এবং হাতে ছুরির কোপে ক্ষতবিক্ষত করে দেন এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভরসোভা থানা এলাকায়। অভিনেত্রীর তলপেট এবং হাতে একাধিকবার ছুরির কোপ দেওয়া হয় , সোমবার রাতে মালভি মালহোত্রা ভরসোভা এলাকার একটি ক্যাফে থেকে বেরোচ্ছিলেন, ঠিক সেই সময় একটি বিলাসবহুল গাড়ি থেকে এক ব্যক্তি নেমে কথা বলার চেষ্টা করেন অভিনেত্রীর সঙ্গে, ওই ব্যক্তি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেন অভিনেত্রীকে।

Pin it

অভিযুক্তের নাম যোগেশকুমার মহীপাল সিং,তিনি একজন প্রোডিউসার প্রায়।  একবছর আগে দুজনের আলাপ। বেশ কিছুদিন কথা হওয়ার পর যোগেশকুমার মহীপাল সিং নামের ওই ব্যক্তি মালভিকে বিয়ে করতে চান। তবে তার প্রস্তাবে রাজি ছিলেন না অভিনেত্রী।যোগেশকুমারের প্রস্তাবে সম্মতি না জানানোয়  দুজনের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে।   

অভিনেত্রীর তরফে দাবি করা হয়েছে মহীপাল সিংহ তাঁর  বন্ধু ছিল, ফেসবুক থেকে তাদের আলাপ। কিন্তু তাঁকে বিয়ে করতে একেবারেই ইচ্ছুক ছিলেন না তিনি।  কিছুদিন আগেই দুবাই থেকে ফিরেছেন অভিনেত্রী মালভি। সোমবার মুম্বইয়ের ভরসোভা এলাকার ক্যাফে থেকে রাত ৯ টা নাগাদ বেরোনোর সময় আচমকা প্রকাশ্য রাস্তায় ওই ব্যক্তি মালভিকে আবার বিয়ের প্রস্তাব দেয়,  কিন্তু মালভি ওই ব্যক্তির সাথে কোনও কথা বলতে রাজি হয় না, তারপরেই মালভির উপর ছুরি নিয়ে হামলা চালান  ওই ব্যক্তি।


সোমবার রাতে এই ঘটনার পর আহত মালভিকে দ্রুত  হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যোগেশকুমার মহীপাল সিং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিনেত্রীর তরফে দাবি করা হয়েছে মহীপাল সিংয় তাঁর বন্ধু ছিল, কিন্তু তাঁকে বিয়ে করতে একেবারেই ইচ্ছুক ছিলেন না তিনি।অভিনেত্রীর পেটে ছুরি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান  যোগেশকুমার মহীপাল সিং নামে ওই ব্যক্তি।

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now

Recent Posts