উৎসবের মরশুমে খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য



করোনা আবহে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই, উৎসবের মরশুমে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন লকডাউনের পর অবশেষে নিউ নর্ম্যালে সব কিছু স্বাভাবিক হচ্ছে, সতর্কতা অবলম্বন করে উৎসবের আনন্দে মেতে উঠেছে সকলে।
তবে যেহেতু করোনা ভাইরাস এখনও চলে যায়নি, তাই যতদিন করোনা ভাইরাস থাকছে ততদিনই সতর্ক থাকা ভীষণ জরুরী।

উৎসবের মুখেই  কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হবে বোনাস।বুধবার কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন কেন্দ্রের তরফে ৩০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হবে বোনাস। এই ৩০ লাখ সরকারি কর্মচারীদের বোনাস পুজোর পরে নয় বরং বিজয়া দশমীর আগেই দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

৩০ লাখ কর্মচারীকে বোনাস দিতে খরচ হবে ৩৭৩৭ কোটি টাকা।বিপুল পরিমান অর্থ খরচ হলেও করোনা আবহে মানুষের এই বোনাস উপকারে আসবে ভেবেই কেন্দ্রীয় সরকারের তরফে এমন  সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


প্রতিবছরই দশেরার পূর্বে  বোনাস দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তবে এই বছরটা বাকি বছরগুলির তুলনায় অনেকটাই আলাদা। তাই করোনা আবহে অনেকেই ভেবেছিলেন এবছর হয়তো বোনাস পাবেন না।তবে করোনা পরিস্থিতির ভারতীয় অর্থনীতিতে ক্ষতি হলেও, সরকারি কর্মচারীদের আশাহত করলেন না মোদি সরকার। পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আনন্দিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

Recent Posts