করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প



করোনা সংক্রমণে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা লাগাতার বেড়ে চলেছে আমেরিকায়। এহেন পরিস্থিতিতে যখন সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন সেই সময় ট্রাম্প শিবিরে বড় ধাক্কা। করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়া। শুক্রবার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়ারের করোনা রিপোর্ট পজিটিভ। কোয়রান্টিনে আছেন দু’জনই।


বৃহস্পতিবার ট্রাম্পের এক সহকর্মী হোপ হিকসের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে, নির্বাচনী প্রচারে হোপ ছিলেন ট্রাম্পের সঙ্গী।  তারপরেই ট্রাম্প এবং তার স্ত্রী করোনা পরীক্ষা করালে উওভয়েরই কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প করোনা আক্রান্ত শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে ট্রাম্প দম্পতির দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। কোভিড যে ভাবে ছড়িয়ে পড়ছে আমেরিকায় তাতে আমেরিকাবাসী আতঙ্কিত, প্রশ্ন উঠেছে ট্রাম্পের ভূমিকা নিয়েও।  

করোনা পরিস্থিতির মধ্যেও একাধিকবার মাস্ক ছাড়াই নজরে এসেছিলেন ট্রাম্প, সেই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।ভোটের আগে নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি। করোনাকে গুরুত্ব না দিয়ে মাস্ক না পড়ে চারিদিকে গেছেন তিনি। করোনা নিয়ে যখন বিশ্বজুড়ে  মানুষ আতঙ্কিত সেই সময় লকডাউনের জন্য রাজি ছিলেন না তিনি।

তাঁর জন্যই করোনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে বলে অভিযোগ  আমেরিকাবাসীর । আর এবার সতর্কতা অবলম্বন না করার ফলে মার্কিন প্রেসিডেন্ট করোনার কবলে। তবে ভোটের কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্টের  কোভিড আক্রান্ত হওয়ায় নির্বাচনে কি কোনো প্রভাব পড়ে সেটাই দেখার।

Recent Posts