নক্ষত্রপতন, চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়



না ফেরার দেশে চলে গেলেন ফেলুদা, দীর্ঘ দিন লড়াই চালানোর পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ, শহর জুড়ে আজ শোকের আবহ । 
রবিবার ১২ টা ১৫ মিনিটে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও হারিয়েছিলেন করোনাকে, ৪০ দিন লড়াইয়ের পর চলে গেলেন তিনি। গতকাল ব্রেনডেথ এর পর্যায় চলে যায় তার অবস্থা। মাল্টিঅর্গান ফেলিওর হয়ে যায়, চিকিৎসক রা জানিয়েছিলেন আর আশা নেই। 


 রবিবার বেলভিউ হাসপাতাল সূত্রে অভিনেতার মৃত্যুর খবর জানার পর ভেঙে পড়েছেন তার পরিবারে লোকেরা, তার কাছের মানুষরা, সিনেমা জগতের মানুষ থেকে তার অনুরাগীরা সকলেরই চোখে জল এই ঘটনায়। ৮৬ বছর বয়সে মৃত্যু হল বাংলা চলচ্চিত্রের এক নক্ষত্রের। ৫ অক্টোবর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর  বেলভিউ হাসপাতালে তাকে  ভর্তি করা হয়। করোনাকে হারিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। হঠাৎ আবার একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যায়। 


সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির মধ্য দিয়ে দিয়ে  অভিনয়জীবন শুরু করেন তিনি। সাত দশক ধরে সিনেমা জগতকে অনেক কিছু দিয়ে গেছেন তিনি।  বাঙালি সিনেমা জগৎ, সাহিত্য সংস্কৃতি জগতের এক   অন্যন্য শিল্পীকে হারালো।আকাশবাণীতে ঘোষক হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন, অভিনেতা, কবি, নাট্যশিল্পী, বাচিক শিল্পী সবেতেই তিনি মুগ্ধ করেছেন।বাঙালির অন্যতম জনপ্রিয় নায়ক , বাংলা সিনেমা জগতের এক স্তম্ভ যে অনায়াসে টেক্কা দিতেন উত্তম কুমারকে তাঁর মৃত্যুতে এক গোটা যুগের অবসান হল।  শহর জুড়ে আজ শোকের আবহ ।

Recent Posts