প্রত্যেক নতুন দিনের সূত্রপাত যদি একটি ইতিবাচক বা সদর্থক উক্তি পাঠ করার মাধ্যমে হয় তাহলে মনটাও বেশ প্রাণচঞ্চল এবং ফুরফুরে হয়ে ওঠে । অনুপ্রেরণামূলক শুভেচ্ছাবাণী মানুষের কর্মোদ্যম বাড়াতে একান্তই সহায়ক। আজকে তেমনই সপ্তাহের একটি বিশেষ দিন, বুধবার। এই দিনটিকে আরও সুন্দর করে তুলতে আমরা নিয়ে এসেছি Wednesday quotes in Bengali আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে।বুধবারের এই বিশেষ বার্তাগুলি নিজে পড়ুন এবং প্রিয়জনকে পাঠান ।
বুধবারের শুভেচ্ছাবার্তা স্টেটাস, Happy Wednesday status in Bengali
- কোনো এক ব্যক্তির জীবনকাল, যতই সফল হোক না কেন, সত্যিকার অর্থে ফলপ্রসূ বা স্বার্থক তখনই হয় যখন সে নিজেকে ভালবেসে নিজের মতন করে বাঁচতে পারে।
বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - “পারবে তুমি “সেই প্রত্যাশায়
মনের দুয়ার খোল,
লক্ষ্যে পৌছে জয়ধ্বনির
মালা গলায় তোল ।
একটি ইতিবাচক বুধবারের শুভকামনায় তোমায় জানাই Happy Wednesday! - রাত শেষে আসবে ভোর
নতুন বার্তা নিয়ে,
নতুন ভোরের দীপ্তি মাখে
স্বপ্ন নাও গুছিয়ে।
~সকল স্বপ্ন পূরণ হোক এই কামনার্থে তোমায় জানাই শুভ বুধবারে আন্তরিক শুভেচ্ছা!! Happy Wednesday! - দিনের শেষে সূর্যি ডোবে
আঁধার নামে গাঁয়ে,
দিগন্তে ঐ লুকায় তপন
সবুজ বনানী ছায়ে।
আঁধার রাতে চাঁদ উঠেছে
তারারা আকাশে জ্বলে,
আঁধার রাতি নির্জন গাঁয়ে,
কানে কানে কথা বলে।
~একটি কর্মমুখর দিনের কামনার্থে তোমায় জানাই
Happy Wednesday! - ভোরের আলোয় চেতনা জাগে,
শান্তি লাগে মনে।
বিষণ্ণতা দূরে চলে যায়,
সময় এগিয়ে চলে।
দিনের শুরুর থেকে আরম্ভ করে পুরো বেলাটাই ভাল কাটুক!!Happy Wednesday! - যে আনন্দ ফুলের বাসে, পাখির গানে, অরুণ আলোয়,
যে আনন্দ শিশুর প্রাণে,বাতাস বহে, সাগরজলে,
যে আনন্দ ধুলির কণায়, তৃণের দলে, আকাশ ভরা,
তারায় তারায়,সকল সুখে, রক্তধারায়
সে আনন্দ মধুর হয়ে
তোমার প্রাণে পড়ুক ঝরি,
সে আনন্দ আলোর মত
থাকুক তব জীবন ভরি।
বুধবারের শুভেচ্ছা !!Happy Wednesday! - আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
শুভ বুধবারের আন্তরিক শুভকামনা!! Happy Wednesday!
শুভ বুধবারের শুভেচ্ছাবার্তা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রবিবারের শুভেচ্ছাবাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বুধবারের শুভেচ্ছাবার্তার ক্যাপশন, Captions for Happy Wednesday
- বুধবারের শুভেচ্ছা !!Happy Wednesday!
নিজেই হও নিজের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী; জীবনযুদ্ধে তবে জয় নিশ্চিত । - কেউ কেউ আমাকে অহংকারী বলে কিন্তু আমি সেটাকে বলি আত্মবিশ্বাস ।শুভ বুধবারের আন্তরিক শুভকামনা!! Happy Wednesday!
- নিজেকে বদলাবার প্রচেষ্টা করলে ভাগ্য নিজে থেকেই বদলে যাবে! একটি ইতিবাচক বুধবারের শুভকামনায় তোমায় জানাই Happy Wednesday!
- ভবিষ্যত তাদেরই পুরস্কৃত করে যারা প্রতিদ্বন্দ্বিতা করে । নিজের জন্য দুঃখ পেয়ে এবং নিজের বিরুদ্ধে অভিযোগ করে সময় নষ্ট না করাই উচিত। প্রতিদ্বন্দ্বিতায় নেমে পরে লড়াই কর।
বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ হয় না ;বদলাতে হলে নিজের জন্যই নিজেকে বদলান ,কারণ সে সারা জীবন না থাকতে পারে কিন্তু আপনি আপনার মধ্যে সারাজীবন ই থাকবেন। বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday
- নিজেকে ভালো রাখার সর্বোৎকৃষ্ট উপায় হলো অল্পেতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কোন প্রত্যাশা না করা । বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday
- নিজের সর্বোত্তম প্রয়াস করো ,ভগবান বাকিটা নিজেই করে দেবেন। বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday
- হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে
আজ এই শুভ দিনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - নিজেকে কখনো সীমাবদ্ধ করতে যেও না কারণ মানুষেরা এই বিষয়টি গ্রহণ করবে না যে তুমি ও অন্যরকম কিছু করতে পার!!
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - নিজেকে ভালো রাখার সর্বোৎকৃষ্ট উপায় হল অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু প্রত্যাশা না করা । একটি ইতিবাচক বুধবারের শুভকামনায় তোমায় জানাই Happy Wednesday!
- নিজের মধ্যে থাকো, নিজেকে নিয়ে থাকো, নিজের কাছে যা আছে তা নিয়ে থাকো, অন্যের দিকে তাকালে কষ্ট পাবে
ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয়
বুঝতে খিদে ভাতেই মেটে
বাইবেল, কোরআন ,গীতাকে নয়
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - বাড়িয়ে দিলাম রঙ মাখা তুলি; রাঙিয়ে দিয়ে আগামী দিনগুলি~ বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday
- মনের পবিত্রতাই হল শ্রেষ্ঠ তীর্থস্থান
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - সমস্যার তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না; সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও।
~বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday
খাদ্যের অভাবে কেউ মরে না কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু ঘটে~ বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday - সব যাত্রার রাস্তা থাকে না; থাকে হৃদয় থেকে গন্তব্যে পৌঁছানো আন্তরিক কামনা। বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday
- চায়ের কাপে মেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়; কারোর প্রতি এতটাই ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় । ভালো কাটুক বুধবার! Happy Wednesday!
- মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে
শিকল খুলে মেঘের নীড়ে আজ উড়িয়ে দে
যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়
আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিয়ে আয়॥
একটি প্রাণবন্ত ও কর্মোদ্যম দিনের শুভেচ্ছা জানাই !! শুভ বুধবার!! Happy Wednesday! - অন্যজনে কী পেয়েছে ,কতটা সফল , সে দিকে দৃষ্টিপাত কোরোনা! নিজের স্বাভাবিক বৃত্তিগুলো সর্বান্তকরণে মেনে নিয়ে তাকে সঙ্গী করে এগিয়ে চল। এরই নাম জীবন। শুভ বুধবারের আন্তরিক শুভকামনা!! Happy Wednesday!
শুভ বুধবারের শুভেচ্ছাবার্তা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বৃহস্পতিবারের শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
শুভ বুধবারের শুভেচ্ছাবার্তা কাব্য, Poetic phrases for Happy
Wednesday
- সবটা না হয় জানবো না,
কিছুটা না হয় অজানাই থাক স্বপ্নে দেখা ইচ্ছে গুলো
মনের মাঝে ছুঁয়ে যাক
একটি ইতিবাচক বুধবারের শুভকামনায় তোমায় জানাই Happy Wednesday! - একজনের কাছে মূল্য নেই মানে এটা নয় যে তুমি মূল্যহীন ;
নিশ্চয়ই তুমিও কারও না কারও কাছে পৃথিবীর সেরা উপহার ।
সর্বদা মনে রাখবে এটাই !! বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday - জীবনকে ভালবাসুন। ভালবাসতে ভালবাসুন। ভালবাসায় কিছু উন্মাদনা থাকবেই। কিন্তু সব উন্মাদনায়ই কিছু আন্তরিকতা মিশে থাকে।
~বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday - প্রতিদিন একবার নিজের সাথে কথা বল, কারণ এটা নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলে। বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday
- নিজেকে আবিষ্কার করে নিজের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারলে তবেই সফলতা ধরা দেবে। ~বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday
- নিজের পথে নিজেই চলি
নিজের কথা নিজেই বলি
আক্ষেপ নেই আমার তাতে
দিন চলেছে সোজা পথে। একটি ইতিবাচক বুধবারের শুভ কামনার্থে তোমায় জানাই Happy Wednesday! - এই দিন এখনও রঙ্গীন,
তাকে আদরে তুলে রাখলাম।
মন তোমাকে ছুঁয়ে দিলাম~ বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday - এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বার বার
এই ক্ষণ যেন চিরকাল ছুঁয়ে থাকে মনটা তোমার
~বুধবারের শুভেচ্ছা রইল!! Happy Wednesday - আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
~বুধবারের শুভ কামনার্থে তোমায় জানাই Happy Wednesday! - মানুষেরে যেন বঞ্চনা করে
নিজেরে করি না হীন
অন্যায় যেন হার মানে চিরদিন
অন্ধ রাত করো প্রভাত, আলো দেখাও
মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও
~বুধবারের শুভ কামনার্থে তোমায় জানাই Happy Wednesday! - আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়,
নাচের আবীর হাওয়ায় হানে
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা
আসবে যেন সেই সকাল জীবনের গল্প বলা।
একটি ইতিবাচক বুধবারের শুভকামনায় তোমায় জানাই Happy Wednesday! - না থাকে অন্ধকার,
না থাকে মোহপাপ,
না থাকে শোক’পরিতাপ।
হৃদয় বিমল হোক,
প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি।
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - আমি অন্ধকারের যাত্রী,
প্রভু আলোর দৃষ্টি দাও
আমার দু’চোখে রাত্রি
তুমি ভোরের ফুল ফোটাও
প্রভু আলোর দৃষ্টি দাও
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা–
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।
~বুধবারের শুভেচ্ছা জানালাম!! Happy Wednesday - উঠবে সূর্য আসবে দিন, ধীরলয়ে পায় পায়
স্বপ্নহীন দু’চোখ বুঝি তাই হলো আজ উতলা
আসবে যেন সেই সকাল জীবনের গল্প বলা।
একটি ইতিবাচক বুধবারের শুভ কামনার্থে তোমায় জানাই Happy Wednesday! - নতুন সূর্য, আলো দাও, আলো দাও
স্বার্থের লোভে মিথ্যারে যেন করি নাকো আশ্রয়
সত্যের পথ হোক না দুঃখময়
দুঃখ থাক, মিথ্যা যাক, আলো দেখাও
সত্যের পথ, মঙ্গল পথ তাই শেখাও।
একটি ইতিবাচক বুধবারের শুভকামনায় তোমায় জানাই Happy Wednesday! - মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ–
ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥
একটি ইতিবাচক বুধবারের শুভ কামনার্থে তোমায় জানাই Happy Wednesday!
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে ॥
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
নীরবে একাকী আপন মহিমানিলয়ে ॥
~একটি ইতিবাচক বুধবারের শুভকামনায় তোমায় জানাই Happy Wednesday!
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
পরিশেষে, Conclusion
Wednesday Quotes নিয়ে আমাদের এই প্রতিবেদনটি আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে ।পোস্ট টি পছন্দ হলে অবশ্যই নিজের বন্ধুদের ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার অমূল্য মতামত জানাতে ভুলবেন না।