বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস, Wishes on Married Life in Bengali



একটি সুস্থ সমাজ গঠনে বিবাহ ও পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । আক্ষরিক অর্থে বিবাহ হল এমন এক সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার ফলশ্রুতি হিসেবে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। দাম্পত্য জীবন যত সুখের ও শান্তির হবে ততটাই একটি পরিবারের শ্রী ও সমৃদ্ধি ও বৃদ্ধি পায় । আজ আমরা নিয়ে এসেছি বিবাহ সম্পর্কিত কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে যা প্রতিটি নবদম্পতির হৃদয়ে আনন্দধারা বয়ে নিয়ে আসবে।

বিয়ের শুভেচ্ছা বার্তা, Wedding wishes in Bangla

নতুন বিয়ের শুভেচ্ছা 1
নতুন বিয়ের শুভেচ্ছা 2
নতুন বিয়ের শুভেচ্ছা 3
নতুন বিয়ের শুভেচ্ছা 4
  • বিবাহ মানে মানুষের দুই আত্মার মেলবন্ধন, দুই পরিবারের মেলবন্ধন কেবলমাত্র কাগজে কলমেই সাইন করা নয় ; তোমাদের বিবাহোত্তর জীবন সুখের হোক, সমৃদ্ধির হোক -এই কামনাই করি।
  • শুভ বিবাহের শুভলগ্নে নবদম্পতিকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা ও আশীর্বাদ ।আগামী দিনগুলো খুব ভাল কাটাও তোমরা ;শুভেচ্ছা রইল ।
  • বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে আজ আবদ্ধ হয়েছে তোমরা দুজনে; এই পবিত্রতার মর্যাদা বজায় রেখ; একে অপরের বিশ্বাসের মান রেখো। সুখে থেকো সুখে রেখো । নতুন জীবনের সূত্রপাতের এই শুভলগ্নে অনেক শুভকামনা পাঠালাম ।
  • শুভ পরিণয়ের এই শুভ মুহূর্তে সর্বান্তকরণে এই কামনা করি তোমরা দুজন জীবনে অনেক সুখি হও আর উপভোগ করো তোমাদের এই সদ্য বিবাহিত নব জীবন। ভালো থেকো, সুখে থেকো !
  • প্রজাপতি ঋষির আশীর্বাদে বিয়ের মত এত সুখময় আর স্বর্গীয় একটা সম্পর্কে জড়িয়েছো আজ দুজনে। এই প্রার্থনা করি কারো যেন কু- নজর না লাগে তোমাদের সুখী দাম্পত্যে। বিবাহোত্তর জীবনে তোমাদের দুজনকে একরাশ শুভকামনা পাঠালাম ; সুখে থেকো।
  • তোমাদের বিয়েতে সরাসরি উপস্থিত থেকে আশীর্বাদ করতে পারিনি তাই দূর থেকেই তোমাদের আশীর্বাদ করি ও আন্তরিক শুভকামনা জানাই। দাম্পত্য জীবন সুখের হোক আজীবন।
  • বিবাহোত্তর নবজীবনের সূত্রপাতে নব দম্পতির আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক; এই কামনা করি সর্বান্তকরণে । তোমাদের জীবনে নেমে আসুক ভালোবাসার আনন্দধারা ; হাসিখুশিতে থেকো সারাটা জীবন ।
  • বিবাহ হল দাম্পত্য জীবনকে আগলে রাখা। সারা জীবন দুজন দুজনকে সর্বদা আগলে রেখো ; সুখে, দুঃখে- সব পরিস্থিতিতে। তাহলেই ভবিষ্যতে সুখী হতে পারবে । আজকের এই বিশেষ দিনটিতে তোমাদের দুজনের জন্য একরাশ শুভকামনা পাঠালাম ।
বিয়ের শুভেচ্ছা বার্তা
নতুন বিয়ের শুভেচ্ছা 5

বিয়ের শুভেচ্ছা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

নতুন বিয়ের শুভেচ্ছা 6

নতুন বিয়ের শুভেচ্ছা, Notun Biyer subhechha

নতুন বিয়ের শুভেচ্ছা 7
নতুন বিয়ের শুভেচ্ছা 8
নতুন বিয়ের শুভেচ্ছা 9
  • তোমাদের জীবনের এই নতুন অধ্যায়ের শুরুতে রইল অজস্র শুভকামনা। প্রেমের বাঁধনে আবদ্ধ তোমাদের পথচলা হোক সুখ, শান্তি, আর আনন্দে ভরা। একে অপরের প্রতি সৎ থেকে ভালোবাসার এই মধুর বন্ধন চিরস্থায়ী হোক।”
  • “তোমাদের বৈবাহিক জীবন সুখময় হোক। একে অপরের প্রতি বিশ্বাস আর সম্মান বজায় রেখে কাটুক জীবনের প্রতিটি মুহূর্ত। প্রেম, বন্ধুত্ব, আর হাসি-খুশিতে ভরে উঠুক তোমাদের দিনগুলো।”
  • “জীবনের নতুন পথে রইল আন্তরিক শুভেচ্ছা। তোমাদের বন্ধন হোক অটুট, ভালোবাসা হোক অনন্ত, আর দিনগুলো হোক মধুর মুহূর্তে পরিপূর্ণ।”
  • “তোমাদের এই মিলনের দিনটি হোক আজীবন স্মরণীয়। তোমাদের জীবনে সুখ আর সমৃদ্ধি আসুক ঢেউয়ের মতো। ভালোবাসা আর মমতায় ভরে থাকুক প্রতিটি দিন।”
  • “তোমাদের নতুন জীবনের জন্য রইল অসীম শুভেচ্ছা। হৃদয়ের গভীরতা দিয়ে একে অপরকে ভালোবেসো। জীবনের প্রতিটি ওঠা-নামায় একে অপরের পাশে থেকো।”
  • “তোমাদের বিবাহিত জীবন হোক আশীর্বাদে ভরা। সব ঝড় কাটিয়ে একে অপরকে শক্তি দিয়ে এগিয়ে যাও। প্রতিটি দিন হোক ভালোবাসায় সিক্ত।”
  • “তোমাদের বিবাহিত জীবনে সুখ, শান্তি, আর আনন্দের ফুল ফোটুক। একে অপরের পাশে থেকে পৃথিবীটাকে আরো সুন্দর করে তোলো।”
  • “তোমাদের বন্ধনে থাকুক নিরন্তর সুখের ধারা। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একসাথে মোকাবেলা করো। একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান যেন কখনো কমে না যায়।”
  • “জীবনের নতুন যাত্রা শুরু হলো আজ। আশা করি, তোমাদের দাম্পত্য জীবন হবে শান্তি আর ভালোবাসায় ভরা। প্রতিটি মুহূর্ত কাটুক আনন্দে।”
  • “তোমাদের বিবাহিত জীবনের প্রতিটি দিন হোক স্বপ্নময়। একে অপরকে বোঝার মধ্য দিয়ে তৈরি করো সুখের এক সুন্দর ভবিষ্যৎ।”
  • “আজ থেকে শুরু হলো তোমাদের জীবনের সবচেয়ে মধুর অধ্যায়। সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাটিয়ে দাও পুরো জীবন।”
  • “তোমাদের বিবাহিত জীবন হোক এক নতুন সূর্যোদয়ের মতো। প্রতিটি দিন হোক সুন্দর আর অনুপ্রেরণায় পূর্ণ।”
  • “জীবনের নতুন অধ্যায়ে পা রাখার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ভালোবাসা যেন আকাশের মতো বিশাল আর সমুদ্রের মতো গভীর হয়।”
  • “তোমাদের এই শুভ দিনটির শুরু হোক আনন্দে। তোমাদের ভবিষ্যৎ হোক মধুর ও সুখময়। ভালোবাসা আর বন্ধুত্বে গড়ে তোল নতুন জীবনের প্রতিটি দিন।”
  • “তোমাদের বিবাহিত জীবনে থাকুক অগণিত হাসি, আনন্দ আর সুখ। একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা সবসময় অটুট থাকুক।”
  • “এই নতুন জীবনে একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার বন্ধনে বেঁধে থাকো। তোমাদের ভবিষ্যৎ হোক উজ্জ্বল আর আনন্দময়।”
  • “তোমাদের জন্য রইল হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা। ভালোবাসা আর সুখে ভরে উঠুক তোমাদের প্রতিটি দিন।”
  • “তোমাদের নতুন জীবনে আসুক অজস্র আনন্দ আর সুখ। প্রতিটি মুহূর্ত কাটুক ভালোবাসা আর মমতায় ভরা।”
  • “তোমাদের বিবাহিত জীবনের প্রতিটি দিন যেন আনন্দময় হয়। একে অপরের প্রতি ভালোবাসা আর যত্নে তৈরি হোক এক সুখী জীবন।”
  • “তোমাদের বন্ধন হোক চিরন্তন। একে অপরের প্রতি ভালোবাসা আর সহানুভূতির মধ্য দিয়ে কাটুক জীবনের প্রতিটি অধ্যায়।”

নতুন বিয়ের শুভেচ্ছা 10
নতুন বিয়ের শুভেচ্ছা 11

বিয়ের শুভেচ্ছা মেসেজ, Congratulations, good wishes for marriage

নতুন বিয়ের শুভেচ্ছা 12
নতুন বিয়ের শুভেচ্ছা 13
  • তোমাদের বিবাহিত জীবনে ভালোবাসা ও প্রেম বিরাজ করুক চিরকাল ; কোনো সন্দেহে ডানা যেন না বাঁধতে পারে দু জনের মধ্যে ; সম্পর্কে ফাটল যেন না ধরে ও বিশ্বাসে বাধা যেন না পড়ে । একে অপরকে আগলে রেখো সুখে দুঃখে সব সময়।শুভেচ্ছা রইলো তোমাদের জন্য।
  • বিয়ে কোনো দায়সারা কাজ নয়। বিবাহ মানে একে অপরের সাথে আত্মার মেলবন্ধন। পুরো জীবন ধরে বয়ে নিয়ে চলার, তাকে টিকিয়ে রাখার পুরো দায়িত্ব তোমাদের দুজনের উপর বর্তায়। আশা করি তোমরা এই দায়িত্ব খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে ও আজীবন সুখে থাকবে । আমার শুভকামনা রইলো তোমাদের প্রতি।
  • বিবাহোত্তর তোমাদের এই নব জীবন খুব সুখের হোক। রংধনুর সাত রঙে রাঙিয়ে যাক তোমাদের এই সদ্য বিবাহিত জীবন, এই কামনা করি।
    ভালো থেকো সবসময়।
  • নতুন জীবনে পা রেখেছো তোমরা; তাই আন্তরিক অভিনন্দন জানাই নবদম্পতিকে । বিবাহোত্তর জীবনে নিজের পরিবারকে আরও সমৃদ্ধ করে তোলো ও বংশের প্রদীপ কে আরও উজ্জ্বল করো -এই দায়িত্ব তোমাদের ই। সুন্দর জীবনের একরাশ শুভেচ্ছা পাঠালাম ।
  • নবদম্পতিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ।শুধু স্বামী-স্ত্রী নয়, দুজন দুজনের বন্ধু হয়ে থেকো। একে অপরকে বুঝতে শেখো, একে অপরকে বিশ্বাস করো সব সময়। অন্যের কথায় কান দিয়ে সম্পর্কে অবিশ্বাস বয়ে এনো না। এবং সবশেষে জানাই ভালো থেকো ও ভালো রেখো একে অপরকে।
  • বৈবাহিক জীবন খুব সুখে ও আনন্দে কাটুক; গোটা পরিবার আনন্দে মেতে উঠুক নববধূর আগমনে । ভালোবাসা সহ অনেক শুভেচ্ছা পাঠালাম নবদম্পতির উদ্দেশ্যে ।
  • আমাদের অন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদী হাত সব সময় তোমাদের মাথার উপর থাকবে। চিন্তা করো না। পিছনে ফিরে তাকিওনা। বৈবাহিক জীবনের সূত্রপাতের এই শুভ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে তোমরা সামনে এগিয়ে চলো।
বিয়ের শুভেচ্ছা মেসেজ
নতুন বিয়ের শুভেচ্ছা 14

বিয়ের শুভেচ্ছা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছাবার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

নতুন বিয়ের শুভেচ্ছা 15

বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস, Biyer subhechha status

নতুন বিয়ের শুভেচ্ছা 16
  • যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব” ~ বিবাহের এই শুভ মন্ত্রের মর্যাদা রেখো তোমরা আক্ষরিক অর্থে। একে অপরকে মাল্যদান করার সাথে সাথে হৃদয় বিনিময় সম্পন্ন কোরো মনে মনে। আজীবন সুখে থেকো তোমরা; এই কামনা করি সর্বান্তকরণে ।
  • সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র এবং অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। সে বিশ্বাসটা তোমাদের মধ্যে আজীবন দৃঢ় থাকুক , একে অপরের সাথে অনেক বেশি বেশি সময় কাটাও। অভিনন্দন ও শুভেচ্ছা রইল তোমাদের নতুন জীবনে সূত্রপাতের এই শুভলগ্নে !
  • তোমরা একে অপরের হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দিও, সুখে থেকো আজ ও আগামী ; নবদম্পতিকে জানাই আমার ও আমার পরিবারের তরফ থেকে আন্তরিক শুভকামনা।
  • আজ তোমাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। সামনের জীবন তোমাদের আরও শুভ হোক, তোমরা এ সমাজের জন্য শুভ বার্তা বয়ে নিয়ে এসো, এই প্রত্যাশা রাখি। অবশেষে জানাই, “শুভ বিবাহ”।
  • বিবাহের শুভ রং তোমাদের জীবনকে রাঙিয়ে দিক, তোমাদের জীবন আরো মধুময় হোক! সব সময় একসাথে হাতে হাত রেখে পাশাপাশি চলো। এই কামনা ই থাকলো তোমাদের প্রতি সব সময়!
  • তোমরা একে অপরের জন্যই তৈরি হয়েছো তাই তোমরা একে অপরের কাছে অপরিহার্য । তোমরা দুজন এই ভালোবাসার মর্যাদা রেখো আজীবন; ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা চিরসুখী হও।
  • তোমাদের নবজীবনের সূত্রপাতের শুভলগ্নে এই কামনা করি যেন বিষাদের কালো মেঘ তোমাদের কখনো না ছুঁতে পারে । নবদম্পতির জন্য রইল একরাশ শুভেচ্ছা। বিবাহিত জীবন আনন্দে কাটাও, ছন্দময় হয়ে উঠুক তোমাদের প্রতিটি মুহূর্ত ।
  • জীবনের এই বিশেষ দিনটি চিরস্মরণীয় করে তুলো তোমরা দুজনে মিলে । বিবাহ মন্ত্রের পূর্ণ মর্যাদা রেখো ; একে অপরের বিশ্বাসভাজন হয়ে থাকো আর ভালোবাসায় বেঁধে রেখো দুজনে দুজনকে। নতুন জীবনের এই বিশেষ দিনটিতে আমার আন্তরিক শুভকামনা রইল নবদম্পতির উদ্দেশ্যে।
  • আজ তোমরা নতুন এক জীবনে পদার্পণ করতে চলেছো।নতুন জীবন হয়ে উঠুক চির সুখের ; সমৃদ্ধি ও ভালোবাসায় ভরে থাক প্রতিটা মুহূর্ত ।
    একে অপরের প্রতি বিশ্বাস থাকুক অটুট ; দুজন দুজনকে আগলে রেখো প্রতিটা মুহূর্তে। বৈবাহিক জীবনের শুভকামনা রইল ।
বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

বিয়ের শুভেচ্ছা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বিবাহ বার্ষিকী নিয়ে স্ট্যাটাস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

নতুন বিয়ের শুভেচ্ছা 17
নতুন বিয়ের শুভেচ্ছা 18

বিয়ের শুভেচ্ছা কবিতা, poems for wedding couple

নতুন বিয়ের শুভেচ্ছা 19
  • দুঃখগুলো হারিয়ে যাক দূর অজানার দেশে।তোমাদের জীবন যেন স্বপ্নের সাগরে ভাসে।এ কমনা করি আমি বিধাতার কাছে। নবদম্পতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
  • ফুলের গন্ধে সুরভিত হোক তোমাদের ভুবন,রং ধনুর মতো সাত রঙে রাঙা হয়ে উঠুক তোমাদের জীবন।দুঃখ কষ্ট গুলো মুছে যাক দুর অজানার দেশে।তোমাদের জীবন যেনো সুখের সাগরে ভাসে।এই কামনা করি আমি বিধাতার কাছে ।
  • আকাশের জন্য-নীলিমা, চাঁদের জন্য-পূর্নিমা,পাহাড়ের জন্য-ঝর্না,নদীর জন্য-মোহনা,আর তোমাদের মধ্য সদ্য বিবাহিত সুখী দম্পতির জন্য-রইলো আমার আন্তরিক “শুভ কামনা “
  • এক টুকরো ভালোবাসা দিয়ে গড়ে তোলে এক বিশাল পাহাড়; যত্ন ও বিশ্বাসকে তাকে লালন কোরো অনিবার! নবদম্পতি কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
  • নবদম্পতিকে জানাই অফুরান শুভেচ্ছা,
    ভালো থেকো, সুখে থেক, এই আমাদের আন্তরিক ইচ্ছা ।
  • ঈশ্বর তোমাদের সর্বদা প্রেম, মমতা এবং পবিত্রতায় পরিপূর্ণ রাখুন ; সুখী দাম্পত্য জীবন পরিচালনা করার জন্য সঠিক নির্দেশনা দিন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন উভয়েই জীবনর প্রকৃত সুখ খুঁজে পায় !
  • এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
    স্বপ্ন মধুর মোহে
    এই জীবনে যে কটি দিন পাবো
    তোমায় আমায় হেসে খেলে
    কাটিয়ে যাবো দোঁহে
    স্বপ্ন মধুর মোহে………..
    ~ গানের এই সুন্দর কলির মতোই তোমাদের জীবন ও আনন্দে ও ভালোবাসায় পরিপূর্ণ থাক । স্বপ্ন মধুর মোহে কেটে যায় সারাটা জীবন । নবদম্পতিকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ।
  • .প্রেমের জোয়ারে দুজন দুজনকে ভাসিয়ে নিয়ে যেও; কখনও বিপদ আসলে একে অপরের হাত শক্ত করে ধরো ; সবসময় আঁগলে রেখো দুজন দুজনকে ; সব রকম পরিস্থিতিতেই এক সাথে থেকে মোকাবিলা কোরো। তোমাদের ভালোবাসা দীর্ঘস্থায়ী হোক, সুখে , শান্তিতে থেকো আজীবন । এই কামনা করি তোমাদের এই শুভদিনটিকে ।
  • কাটবে প্রহর তোমার সাথে
    হাতের পরশ রইবে হাতে
    রইবো জেগে মুখোমুখি মিলন আগ্রহে
    স্বপ্ন মধুর মোহে…..
    ~ নবদম্পতিকে জানাই আন্তরিক অভিনন্দন ; একে অপরের হাতে হাত রেখে কাটিয়ে দিও সারাটা জীবন। বিশ্বাস থাকুক অটুট ও প্রেম থাকুক অক্ষুণ্ণ । বৈবাহিক জীবনের সূত্রপাতের শুভলগ্নে জানাই আন্তরিক অভিনন্দন ।
  • আজ এই দিনটাকে
    মনের খাতায় লিখে রাখো
    আমায় পড়বে মনে
    কাছে দূরে যেখানেই থাকো
    ~ আজ এই বিশেষ দিনটি প্রত্যেক নবদম্পতির জীবনে এক স্মরণীয় মুহূর্ত। আমার তরফ থেকে নবদম্পতিকে জানাই আন্তরিক শুভকামনা । দূর থেকে আশীর্বাদ পাঠালাম তোমাদের দুজনের উদ্দেশ্যে । ভালো থেকো ,সুখে থেকো।
  • এসো আজ সারাদিন
    বসে নয় থাকি পাশাপাশি
    আজ শুধু ভালোবাসা বাসি
    শুধু গান আর হাসাহাসি
    ~ গানের এই সুন্দর কলির মতোই নব দম্পতির জীবন হয়ে উঠুক রঙিন ও বর্ণময় । আনন্দ ও হাসিখুশি তে কেটে যাক সারাটা জীবন ; ভালোবাসা অটুট থাকুক অন্তরের গভীরে ।
  • মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
    মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে॥
    কুহক লেখনী ছুটায়ে  কুসুম তুলিছে ফুটায়ে,
    লিখিছে প্রণয়-কাহিনী  বিবিধ বরন-ছটাতে।
    ~ শুভ পরিণয়ের শুভ দিনটিতে তোমাদের মিলনে আসুক পূর্ণতা । প্রকৃতি যেমন মিলনাগ্রহে উন্মুখ তেমনি তোমাদের ভালোবাসা ও হয়ে উঠুক বৈচিত্র্যময় । নবদম্পতির এই বিশেষ সুখের দিনটিতে আমার শুভকামনা রইল সর্বান্তকরণে ।
নতুন বিয়ের শুভেচ্ছা 20

পরিশেষে, Conclusion

বিবাহের শুভেচ্ছাবার্তা নিয়ে আমাদের এই পোস্ট টি আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে। বন্ধু ও পরিজনদের বিবাহে এই উক্তি গুলি অনায়াসেই শেয়ার করতে পারেন যা তাদের আনন্দের মুহূর্তটিকে দ্বিগুণ আনন্দময় করে তুলবে। শুভেচ্ছাবার্তা সম্পর্কিত এই পোস্টটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই জানাবেন ; আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান ।     

Recent Posts