মাঝ আকাশে আগমন হল ছোট্ট অতিথির, বিনা খরচে আজীবন যাতাযাতের উপহার পেল ইন্ডিগো বিমানের তরফে



বিনা খরচে ইন্ডিগোর বিমানে আজীবন যাতাযাতের উপহার পেল এক নবজাতক। কারণ বিমানেই জন্ম তাঁর। সম্প্রতি ইন্ডিগোর বিমান দিল্লি থেকে বেঙ্গালুরু যাওযার সময় এক যাত্রীর হঠাৎ শুরু হয় প্রসব বেদনা।সাথে সাথে  বিমানকর্মীদের সাহায্যে বিমানেই ওই যাত্রী জন্ম দেন পুত্রসন্তানের। বিমান বন্দরে ধূমধাম করে ওই শিশুকে স্বাগত জানিয়ে ইন্ডিগোর তরফে জানানো হয় ওই শিশু সারাজীবন ইন্ডিগোর বিমানে ফ্রী তে যাতায়াত করতে পারবে।  প্রি-ম্যাচিওর ওই শিশুকে বিমান অবতরণের পরে হাসপাতালে ভর্তি করা হয়।নবজাতক এবং তার মা দুজনেই বর্তমানে সুস্থ আছে বলেই জানা গেছে।

মাঝ আকাশে যখন বিমান তখন ওই যাত্রীর প্রসব বেদনা ওঠে, সেই মুহুর্তে যাত্রীদের মধ্যেই দুজন চিকিৎসক এর সন্ধান পাওয়া যায়, যার মধ্যে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং অপরজন প্লাস্টিক সার্জন। 
চিকিৎসকরা ওই মহিলাকে বিমানের শৌচাগারের সামনে নিয়ে যাওয়ার আগেই ওই মহিলার রক্তক্ষরণ শুরু হয়ে যায়। বিমানকর্মীরা বিমানের গ্যালারিতে বানিয়ে দেন লেবার রুম। সকল যাত্রীরা চিন্তায় পড়ে যায় কিন্তু বিমানে খুশির রব ওঠে যখন বিমানযাত্রীরা সদ্যোজাতর কান্নার আওয়াজ শুনতে পান।মাঝ-আকাশে ছোট্ট অতিথির সকলের মাঝে আসার পর  যাত্রী থেকে পাইলট সকলেই  ওই শিশুর সঙ্গে ছবি তুলেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 


বিমানে শিশুর জন্ম হওয়ায় আনন্দিত বিমানকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।  ইন্ডিগো বিমান সংস্থার কর্মীদের প্রশংসা করছেন সকলে। বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের আগেই পৌঁছে গেছিল এই সুসংবাদ। পরিকল্পনা অনুযায়ী সেখানকার কর্মীরা করতালিতে স্বাগত জানায় সদ্যোজাতকে।

Recent Posts