আছ অন্তরে চিরদিন গানের কথা । Aachho Antore Chirodin Lyrics – By Rabindranath Tagore



বাংলা গানের রচনার ধারায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক অবিস্মরণীয় নাম। বহু উল্লেখযােগ্য ও সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে অন্যতম একটি গান হল ‘ আছ অন্তরে চিরদিন ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আছ অন্তরে চিরদিন লিরিক্স বাংলা হরফে । Aachho Antore Chirodin Lyrics in Bengali

আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি?
তবু কেন হেরি না তোমার জ্যোতি,
কেন দিশাহারা অন্ধকারে?
অকূলের কূল তুমি আমার,
তবু কেন ভেসে যাই মরণের পারাবারে?
আনন্দঘন বিভু, তুমি যার স্বামী
সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে?

Aachho Antore Chirodin Lyrics in English Transcription । আছ অন্তরে চিরদিন লিরিক্স ইংরেজি হরফে

Aachho antore chirodin, tobu keno knaadi ?
Tobu keno heri na tomar jyoti,
Keno dishahara andhokaare ?
Akuler kul tumi aamar,
Tobu keno bheshe jaai moroner parabaare ?
Aanondoghano bibhu, tumi jaar swaami
Se keno phire pothe dwaare dwaare ?

আছ অন্তরে চিরদিন গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aachho Antore Chirodin Song Information

পর্যায়: পূজা

উপ- পর্যায়: বিবিধ

রাগ: কাফি

অঙ্গ: ধ্রুপদ

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৮৮

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

আছ অন্তরে চিরদিন গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aachho Antore Chirodin Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts