রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আগুণের পরশমনি ছোঁয়াও প্রাণে ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আগুণের পরশমনি ছোঁয়াও প্রাণে লিরিক্স বাংলা হরফে । Aaguner Parashmoni Chhnoao Praane Lyrics in Bengali
আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে ।
এ জীবন পুণ্য করো দহন-দানে ।।
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার এই দেবালয়ে প্রদীপ করো-
নিশিদিন আলোকশিখা জ্বলুক গানে ।।
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব ।।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো-
ব্যথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব-পানে ।।
Aaguner Parashmoni Chhnoao Praane Lyrics in English Transcription । আগুণের পরশমনি ছোঁয়াও প্রাণে লিরিক্স ইংরেজি হরফে
Aaguner parashmoni chhnoao praane ,
E jibon punnyo karo dahon daane .
Aamar ei dehokhani tule dharo,
Tomar ei debaaloye prodip koro –
Nishidin aalok sikha jwaluk gaane .
Aandharer gaaye gaaye parash tabo
Saara raat photak taara nabo nabo .
Nayaner drishti hote ghuchbe kaalo,
Jekhane porbe sethaay dekhbe aalo –
Byatha mor utthbe jwole urdho-paane.
আগুণের পরশমনি ছোঁয়াও প্রাণে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaguner Parashmoni Chhnoao Praane Song Information
পর্যায়: পূজা
উপ-পর্যায় : দুখঃ
তাল: দাদরা
রাগঃ গৌর-সারং
লিখিত: ১৯১৪ ( ১১ ভাদ্র ১৩২১)
স্থানঃ সুরুল
এতে প্রকাশিত: প্রবাসী
সংগ্রহঃ গীতালী
স্বরবিতান: ৪৩
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
দ্রষ্টব্য: ১৩২১ সালের মাঘোৎসব উপলক্ষে প্রথম গাওয়া
আগুণের পরশমনি ছোঁয়াও প্রাণে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaguner Parashmoni Chhnoao Praane Song Video
- আমরা তারেই জানি গানের কথা । Aamra Taarei Jaani Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা চাষ করি আনন্দে গানের কথা । Aamra Chaas Kori Aanonde Song Lyrics – By Rabindranath Tagore
- আবার এসেছে আষাঢ় গানের কথা । Aabar Esechhe Aasharh Song Lyrics – By Rabindranath Tagore
- আপনাকে এই জানা আমার গানের কথা । Aapnake Ei Jaana Aamar Song Lyrics – By Rabindranath Tagore
- আনন্দেরই সাগর হতে গানের কথা । Aanonderi Saagor Hote Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
