রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় গানের লিরিক্স বাংলা হরফে । Aaj Dhaaner Khete Roudra Chayay Song Lyrics in Bengali
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা।
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই— লুকোচুরি খেলা ॥
আজ ভ্রমর ভোলে মধু খেতে—
উড়ে বেড়ায় আলোয় মেতে
আজ কিসের তরে
নদীর চরে চখা-চখীর মেলা |
ওরে যাব না আজ ঘরে রে ভাই,
যাব না আজ ঘরে ।
ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক’রে॥
যেন জোয়ার-জলে ফেনার রাশি
বাতাসে আজ ছুটছে হাসি,,
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা ॥
Aaj Dhaaner Khete Roudra Chayay Lyrics in English Transcription । আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লিরিক্স ইংরেজি হরফে
Aaj dhaaner khete roudra chhaayay
lukochuri khela re bhaai, lukochuri khela.
Neel aakashe ke bhaasale
saada megher bhela re bhaai – lukochuri khela.
Aaj bhromor bhole modhu khete
ure beray aaloy mete,
Aaj kiser tore nodir chore
chokha-chokhir mela.
Ore, jaabo na aaj ghore re bhaai,
jaabo na aaj ghore.
Ore, aakash bhenge baahirke
aaj nebo re lut kore.
Jeno jowar-jale phenar raashi
baatase aaj chhutchhe haasi,
Aaj bina kaaje baajiye bnaashi kaatbe sokol bela.
আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaj Dhaaner Khete Roudra Chayay Song Information
পর্যায়: প্রকৃতি
উপ-পর্যায়: শরৎ (৩)
তাল: কাহারবা
রাগ: বিভাস-বাউল
অঙ্গ: বাউল
লেখা: ১৯০৮ (১৩১৩)
সংগ্রহঃ গীতাঞ্জলি
স্বরবিতান: ৫০ (শেফালি)
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর / ভীমরাও শাস্ত্রী
আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaj Dhaaner Khete Roudra Chayay Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।