কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত তথা বিশ্বের গর্ব | তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি হল ‘আজ নবীন মেঘের সুর লেগেছে’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আজ নবীন মেঘের সুর লেগেছে গানের লিরিক্স বাংলা হরফে । Aaj Nobin Megher Sur Legeche Song Lyrics in Bengali
আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে
আমার ভাবনা যত উতল হল অকারণে ॥
কেমন ক’রে যায় যে ডেকে,
বাহির করে ঘরের থেকে,
ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে ॥
বাঁধনহারা জলধারার কলরোলে আমারে
কোন্ পথের বাণী যায় যে ব’লে ।
সে পথ গেছে নিরুদ্দেশে মানসলোকে গানের শেষে
চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে ॥
Aaj Nobin Megher Sur Legeche Song Lyrics in English Transcription । আজ নবীন মেঘের সুর লেগেছে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aaj nobin megher sur legechhe aamar mone.
Aamar bhaabna jato utal holo okarone.
Kemon kore jaay je deke, baahir kore ghorer theke,
Chhaayate chokh phele chheye khone khone.
Bnaadhonhaara jalodhaarar kalorole
Aamare kon pother baani jaay je bole.
Se poth gechhe niruddese manosloke gaaner sheshe
Chirodiner birohinir kunjobone.
আজ নবীন মেঘের সুর লেগেছে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaj Nobin Megher Sur Legeche Song Information
পর্যায়: প্রকৃতি
উপ- পর্যায়: বর্ষা
তাল: দাদরা
রাগ: মিশ্র-মলহার
লেখা: ১৯২২ ( ২ আষাঢ় ১৩২৯)
স্থান: শান্তিনিকেতন
স্বরবিতান: ১৫
স্বরলিপি : দীনেন্দ্রানাথ ঠাকুর
আজ নবীন মেঘের সুর লেগেছে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaj Nobin Megher Sur Legeche Song Video
- আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গানের কথা । Aamra Bnedhechi Kaasher Guccho Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা মিলেছি আজ মায়ের ডাকে গানের কথা । Aamra Milechhi Aaj Mayer Daake Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা নূতন প্রাণের চর গানের কথা । Aamra Nuton Praaner Chor Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা নূতন যৌবনেরই দূত গানের কথা । Aamra Nuton Jouboneri Dut Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা তারেই জানি গানের কথা । Aamra Taarei Jaani Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
