আজি বিজন ঘরে নিশীথরাতে গানের কথা । Aaji Bijon Ghore Nishith Raate Song Lyrics – By Rabindranath Tagore



বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যতম গান গুলোর মধ্যে একটি হচ্ছে ‘ আজি বিজন ঘরে নিশীথরাতে ’ গানটি। হৃদয়স্পর্শী গানের প্রতি শব্দ গানটিকে করে তুলে ভারী মনমুগ্ধকর। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আজি বিজন ঘরে নিশীথরাতে গানের লিরিক্স বাংলা হরফে । Aaji Bijon Ghore Nishith Raate Song Lyrics in Bengali

আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে–
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি–
তোমার আছে তো হাতখানি ॥
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥

Aaji Bijon Ghore Nishith Raate Song Lyrics in English Transcription । আজি বিজন ঘরে নিশীথরাতে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aaji bijon ghore nishithraate aasbe jodi shunyo haate –
Aami taaite ki bhoy maani !
Jaani jaani , bondhu jaani –
Tomar aachhe to haatkhaani.
Chaawa-paawar pothe pothe din ketechhe konomote,
Ekhon somoy holo tomar kaachhe aapnake dii aani.
Aandhar thaakuk dike dike aakash-ondho-kora,
Tomaar poros thakuk aamar-hriday-bhora.
Jibondolay dule dule aaponare chhilem bhule,
Ekhon jibon moron du-dik diye nebe aamay taani.

আজি বিজন ঘরে নিশীথরাতে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaji Bijon Ghore Nishith Raate Song Information

পর্যায়: পূজা

উপ পর্যায়: দুঃখ

রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ফাল্গুন, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ ফেব্রুয়ারি, ১৯১৮

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আজি বিজন ঘরে নিশীথরাতে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaji Bijon Ghore Nishith Raate Song Video

https://youtu.be/AUkfxB_k7MI

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts