নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আজি বসন্ত জাগ্রত দ্বারে’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আজি বসন্ত জাগ্রত দ্বারে গানের লিরিক্স বাংলা হরফে । Aaji Bosonto Jaagroto Dwaare Song Lyrics in Bengali
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই সংগীত-মুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।
এই বাহির ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।
অতি নিবিড় বেদনা বনমাঝে রে
আজি পল্লবে পল্লবে বাজে রে–
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে রে।
মোর পরানে দখিন বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে।
ওগো সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে।
Aaji Bosonto Jaagroto Dwaare Song Lyrics in English Transcription । আজি বসন্ত জাগ্রত দ্বারে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aaji bosonto jaagroto dwaare.
Tobo oboguntthito kuntthito jibone
Koro na birombito taare.
Aaji khuliyo hridoydol khuliyo,
Aaji bhuliyo aapon-por bhuliyo,
Ei songeetomukhorito gogone
Tobo gondho torongiya tuliyo.
Ei baahir bhubone disha haaraye
Diyo chhoraye maadhuri bhaare bhaare.
Eki nibir bedona bonmaajhe
Aaji pollobe pollobe baaje –
Dure gogone kaahar poth chaahiya
Aaji byakulo bosundhora saaje.
Mor porane dokhinobaayu laaghichhe,
Kar dwaare dwaare koro haani maagichhe –
Ei sourobhobihwalo rojoni
Kaar chorone dhoronitole jaagichhe.
Ogo sundor, bollobho , kaanto,
Tobo gombhiro aahwan kaare.
আজি বসন্ত জাগ্রত দ্বারে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaji Bosonto Jaagroto Dwaare Song Information
পর্যায়: প্রকৃতি
উপ-পর্যায়: বসন্ত
তাল: ত্রিতাল
রাগ: বাহার
লিখিত: 1910 (২৬ চৈত্র ১৩১৬)
স্থানঃ বোলপুর
সংগ্রহঃ গীতাঞ্জলি
স্বরবিতান: ৩৮
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর / ভীমরাও শাস্ত্রী
আজি বসন্ত জাগ্রত দ্বারে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaji Bosonto Jaagroto Dwaare Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।