আজি গোধূলি লগনে গানের কথা । Aaji Godhuli Logone Song Lyrics – By Rabindranath Tagore



বাংলা গানের রচনার ধারায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক অবিস্মরণীয় নাম। বহু উল্লেখযােগ্য ও সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে অন্যতম একটি গান হল ‘ আজি গোধূলি লগনে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আজি গোধূলি লগনে গানের লিরিক্স বাংলা হরফে । Aaji Godhuli Logone Song Lyrics in Bengali

আজি গোধূলি লগনে এই বাদল গগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি
‘সে আসিবে’ আমার মন বলে সারাবেলা,
অকারণ পুলকে আঁখি ভাসে জলে ॥
অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন দিল কি ও
রজনীগন্ধার পরিমলে ‘সে আসিবে’ আমার মন বলে ।
উতলা হয়েছে মালতীর লতা,
ফুরালো না তাহার মনের কথা ।
বনে বনে আজি একি কানাকানি,
কিসের বারতা ওরা পেয়েছে না জানি,
কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে—
‘সে আসিবে’ আমার মন বলে ॥

Aaji Godhuli Logone Song Lyrics in English Transcription । আজি গোধূলি লগনে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aaji godhulilogone ei baadol gogone
Taar choron dhwoni aami hridoye goni –
‘Se aasibe’ aamar mon bole saarabela,
Akaaron puloke aankhi bhaase jole.
Adhiro pobone taar uttoriyo durero poroshono dilo ki o
Rojonigondhar porimole ‘Se aasibe’ aamar mon bale.
Utola hoyechhe maalotir lota, phuralo na taahar monero kotha.
Bone bone aaji eki kaanakaani,
Kiser baarta ora peyechhe na jaani,
Knaapon laage digangonar buker aanchole –
‘Se aasibe’ aamar mon bole.

আজি গোধূলি লগনে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaji Godhuli Logone Song Information

পর্যায়: প্রেম

উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র

তাল: দাদরা

রাগ: বেহাগ

লিখিত: ১৯৩৭

স্বরবিতান: ৫৮

স্বরলিপি লিখেছেন: শৈলজারঞ্জন মজুমদার

আজি গোধূলি লগনে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaji Godhuli Logone Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts