কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত তথা বিশ্বের গর্ব | তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি হল ‘আজি ঝড়ের রাতে’ | নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আজি ঝড়ের রাতে গানের লিরিক্স বাংলা হরফে । Aaji Jhorer Raate Song Lyrics in Bengali
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার ॥
আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম—
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার।
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই ।
সুদূর কোন্ নদীর পারে, গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার ॥
Aaji Jhorer Raate Song Lyrics in English Transcription । আজি ঝড়ের রাতে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aaji jhorer raate tomar obhisar
Poransokha bondhu hey aamar.
Aakash knaade hotash-somo, naai je ghum noyone momo –
Duwar khuli hey priyotamo, chaai je baare baar.
Baahire kichhu dekhite naahi paai,
Tomar poth kothay bhaabi taai.
Sudur kon nodir paare, gohono kon boner dhaare
Gobhir kon ondhokare hotechho tumi paar.
আজি ঝড়ের রাতে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaji Jhorer Raate Song Information
পর্যায়: প্রকৃতি (৯৫)
উপ-পর্যায়: বর্ষা (৭০)
তাল: ঝম্পক
রাগ: মালহার
লেখা: বর্ষাকাল ১৯০৯ সালে
সংগ্রহঃ গীতাঞ্জলি
স্বরবিতান: ১১ (কেতকী)
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আজি ঝড়ের রাতে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaji Jhorer Raate Song Video
- আমারে করো তোমার বীণা গানের কথা । Aamare Koro Tomar Bina Song Lyrics – By Rabindranath Tagore
- আমারে ডাক দিল কে গানের কথা । Aamare Daak Dilo Ke Song Lyrics – By Rabindranath Tagore
- আমার হৃদয় তোমার গানের কথা । Aamar Hridoy Tomar Song Lyrics – By Rabindranath Tagore
- আমার হিয়ার মাঝে গানের কথা । Aamar Hiyar Maajhe Song Lyrics – By Rabindranath Tagore
- আমার সোনার বাংলা গানের কথা । Aamar Sonar Bangla Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
