আজি শুভদিনে পিতার ভবনে গানের কথা । Aaji Subhodine Pitar Bhobone Song Lyrics – By Rabindranath Tagore



 কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আজি শুভদিনে পিতার ভবনে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আজি শুভদিনে পিতার ভবনে গানের লিরিক্স বাংলা হরফে । Aaji Subhodine Pitar Bhobone Song Lyrics in Bengali

আজি শুভদিনে পিতার ভবনে
অমৃতসদনে চলো যাই,
চলো চলো, চলো ভাই ।।
না জানি সেথা কত সুখ
মিলিবে আনন্দের নিকেতনে-
চলো চলো, চলো যাই ।।
মনোৎসবে ত্রিভুবন মাতিল,
কী আনন্দ উথলিল-
চলো চলো, চলো ভাই ।।
দেবলোকে উঠিয়াছে জয়গান,
গাহো সবে একতান-
বলো সবে জয়-জয় ।।

Aaji Subhodine Pitar Bhobone Song Lyrics in English Transcription । আজি শুভদিনে পিতার ভবনে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aaji shubhodine pitar bhobone
amritsodone cholo jaai,
Cholo cholo, cholo bhaai.
Na, jaani setha koto sukh milibe,
aanondero niketone –
Cholo cholo, cholo, bhaai.
Mohotsabe tribhubon maatilo,
ki aanondo utholilo –
Cholo cholo, cholo, bhaai.
Deboloke utthiyachhe joyogaan,
gaaho sobe ektaan –
Bolo sabe joy-joy.

আজি শুভদিনে পিতার ভবনে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaji Subhodine Pitar Bhobone Song Information

পর্যায় : পূজা

তাল: একতাল-ত্রিতাল

রাগ: কর্ণাটকি খাম্বাজ

লিখিত: 1883

প্রকাশিত: তত্ত্ববোধিনী পত্রিকা

সংগ্রহঃ রবিছায়া

স্বরবিতান: 45

স্বরলিপি লিখেছেন: প্রতিভা দেবী

দ্রষ্টব্য: একটি কন্নড় গান “পূর্ণ চন্দ্রানে” থেকে উদ্ভূত।

আজি শুভদিনে পিতার ভবনে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaji Subhodine Pitar Bhobone Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts