বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যতম গান গুলোর মধ্যে একটি হচ্ছে ‘ আমার ভাঙা পথের’ গানটি। হৃদয়স্পর্শী গানের প্রতি শব্দ গানটিকে করে তুলে ভারী মনমুগ্ধকর। মধুর এই গানটির কথা বা লিরিক্স নিম্নে শেয়ার করা হল, খুব সহজেই আপনারা পড়ে নিতে পারেন, এবং কপি, শেয়ার ও ডাওনলোড করে নিন নিচে দেওয়া বিভিন্ন অপশনের সাহায্যে।
আমার ভাঙা পথের গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Bhaanga Pother Song Lyrics in Bengali
আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন !
তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন ॥
এল যখন সাড়াটি নাই, গেল চলে জানালো তাই—
এমন ক’রে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন ॥
তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুমকীর্ণ।
বসন্ত যে রঙিন বেশে ধরায় সে দিন অবতীর্ণ ।
সে দিন খবর মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে—
আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ ॥
Aamar Bhaanga Pother Song Lyrics in English Transcription । আমার ভাঙা পথের গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar bhaanga pother raanga dhulay porechhe kaar paayer chinho !
Taari golar maala hote paapri hotha lutay chhinno.
Elo jokhon saarati naai, gelo chole jaanalo taai –
Emon kore aamare haay ke ba knaaday se jon bhinno.
Tokhon torun chilo orun aalo, pothti chhilo kusumkirno.
Bosonto je rongin beshe dhoray sedin obotirno.
Se din khobor millo na je, roinu bose ghorer maajhe –
Aajke pothe baahir hobo bohi aamar jibon jirno.
আমার ভাঙা পথের গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Bhaanga Pother Song Information
পর্যায়: পূজা (573)
উপ-পর্যায়: পথ
তাল: দাদরা
রাগ: বেহাগ
লেখা: 1914 (১৫ ফাল্গুন ১৩২০)
স্থানঃ কুষ্টিয়া
সংগ্রহঃ গীতিমাল্য
স্বরবিতান: 39
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমার ভাঙা পথের গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Bhaanga Pother Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।