কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির অন্যতম সেরা একটি গান হল ‘ আমার বনে বনে ‘। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল। আপনারা খুব সহজেই লিরিক্স সংগ্রহ করে নিতে পারবেন। লিরিক্স পড়ে তা কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমার বনে বনে গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Bone Bone Song Lyrics in Bengali
আমার বনে বনে ধরল মুকুল, বহে মনে মনে দক্ষিণহাওয়া ।
মৌমাছিদের ডানায় ডানায় যেন উড়ে মোর উৎসুক চাওয়া ॥
গোপন স্বপনকুসুমে কে এমন সুগভীর রঙ দিল এঁকে—
নব কিশলয়শিহরণে ভাবনা আমার হল ছাওয়া ॥
ফাল্গুনপূর্ণিমাতে
এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে কোন্ নিরুদ্দেশের পানে
উদ্বেল গন্ধের জোয়ারতরঙ্গে হবে মোর তরণী বাওয়া ॥
Aamar Bone Bone Song Lyrics in English Transcription । আমার বনে বনে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar bone bone dhorlo mukul,
Bohe mone mone dokhinhaawa.
Moumaachhider daanay daanay
Jeno ure mor utsuk chaawa.
Gopon swoponkusume ke emon sugobhir rong dilo enke –
Nobo kisholoysihorone bhaabna aamar holo chhaawa.
Phaalgunopurnimate
Ei disahaara raate
Nidrabihin gaane kon niruddeser paane
Udbel gondhero jowartoronge hobe mor toroni baawa.
আমার বনে বনে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Bone Bone Song Information
পর্যায়: প্রকৃতি (200)
উপ-পর্যায়: বসন্ত (১৩)
তাল: কাহারবা
রাগ: বাহার
লিখিত: 1935
স্বরবিতান: 54
স্বরলিপি লিখেছেন: শান্তিদেব ঘোষ
আমার বনে বনে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Bone Bone Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।