নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমার দিন ফুরালো ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমার দিন ফুরালো গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Din Phuralo Song Lyrics in Bengali
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে।
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥
কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে,
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।
মনে হয় তার চরণের ধ্বনি জানি–
হার মানি তার অজানা জনের সাজে॥
Aamar Din Phuralo Song Lyrics in English Transcription । আমার দিন ফুরালো গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar din phuralo byakul baadol snaajhe
Gohono megher nibiro dhaarar maajhe.
Boner chhaayay jolochholochholo sure
Hridoy aamar kaanay kaanay pure.
Khone khone oi guru guru taale taale
Gogone gogone gobhir mridong baaje.
Kon durer maanus jeno elo aaj kaachhe,
Timiro aarale nirobe dnaaraye aachhe.
Buke dole taar birohobyathar maala
Gopono milon omrito gondho dhaala.
Mone hoy taar choroner dhwoni jaani –
Haar maani taar ojana joner saaje.
আমার দিন ফুরালো গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Din Phuralo Song Information
পর্যায় : প্রকৃতি (36)
উপ-পর্যায় : বর্ষা (১১)
তাল: দাদরা
রাগ: দেশ-মালহার
লেখা: 1920
স্বরবিতান: 33 (কাব্যগীতি)
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমার দিন ফুরালো গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Din Phuralo Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।