আমার এই পথ-চাওয়াতেই গানের কথা । Aamar Ei Poth – Chaawatei Song Lyrics – By Rabindranath Tagore


নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমার এই পথ-চাওয়াতেই ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার এই পথ-চাওয়াতেই গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Ei Poth-Chaawatei Song Lyrics in Bengali

আমার এই পথ-চাওয়াতেই আনন্দ ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত |
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশি রই আপন মনে— বাতাস বহে সুমন্দ ৷
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ ॥

Aamar Ei Poth-chaawatei Song Lyrics in English Transcription । আমার এই পথ-চাওয়াতেই গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar ei poth-chaawatei aanondo.
Khele jaay roudro chhaaya, borsha, aase bosonto.
Kaara ei somukh diye aase jaay khobor niye,
Khusi roi aapon mone – baatas bohe sumondo.
Saaradin aankhi mele duware robo eka,
Subhokhon hotthat ele tokhoni paabo dekha.
Totokhan khone khone haasi gaai aapon-mone,
Totokhon rohi rohi bhese aase sugondho.

আমার এই পথ-চাওয়াতেই গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Ei Poth-chaawatei Song Information

পর্যায় : পূজা (559)

উপ-পর্যায় : পথ

তাল: দাদরা

রাগ: খাম্বাজ-কীর্তন

অঙ্গ: কীর্তন

লিখিত: 1912 (১৭ চৈত্র ১৩১৮)

স্থানঃ শিলাইদহ

সংগ্রহঃ গীতমাল্য

স্বরবিতান: 41

স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর / ভীমরাও শাস্ত্রী

আমার এই পথ-চাওয়াতেই গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Ei Poth-chaawatei Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts