আমার যে দিন ভেসে গেছে গানের কথা । Aamar Je Din Bhese Gechhe Song Lyrics – By Rabindranath Tagore



বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যতম গান গুলোর মধ্যে একটি হচ্ছে ‘ আমার যে দিন ভেসে গেছে’ গানটি। হৃদয়স্পর্শী গানের প্রতি শব্দ গানটিকে করে তুলে ভারী মনমুগ্ধকর। মধুর এই গানটির কথা বা লিরিক্স নিম্নে শেয়ার করা হল, খুব সহজেই আপনারা পড়ে নিতে পারেন, এবং কপি, শেয়ার ও ডাওনলোড করে নিন নিচে দেওয়া বিভিন্ন অপশনের সাহায্যে।

আমার যে দিন ভেসে গেছে গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Je Din Bhese Gechhe Song Lyrics in Bengali

আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে |
সে দিন যে রাগিণী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে,
আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় হায় হায় রে কাঁপন ভেসে চলে ৷
নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন—
দুই তারে জীবনের বাঁধা ছিল বীন ।
তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন্ হাহারবে,
সুর হারায়ে গেল পলে পলে ॥

Aamar Je Din Bhese Gechhe Song Lyrics in English Transcription । আমার যে দিন ভেসে গেছে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar je din bhese gechhe chokhero jole
Taari chhaaya porechhe shraabongogontole.
Se din je raagini gechhe theme, otol birohe neme gechhe theme,
Aaji puber haaway haaway haay haay haay re
Knaapon bhese chole.
Nibir sukhe modhur dukhe jorito chhilo sei din –
Dui taare jiboner bnaadha chhilo bin.
Taar chhnire gechhe kobe ekdin kon haaharobe
Sur haaraye gelo pole pole.

আমার যে দিন ভেসে গেছে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Je Din Bhese Gechhe Song Information

পরজায়: প্রকৃতি (136)

উপ-পর্জায়: বর্ষা (111)

তাল: কাহারবা

রাগ: কলিঙ্গরা-ভৈরবী

লিখিত: 1937

প্রকাশিত: প্রবাসী

স্বরবিতান: 53

স্বরলিপি লিখেছেন: শৈলজারঞ্জন মজুমদার

আমার যে দিন ভেসে গেছে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Je Din Bhese Gechhe Song Video

https://youtu.be/jskddI9dqTk

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts