আমার যে সব দিতে হবে গানের কথা । Aamar Je Sob Dite Hobe Song Lyrics – By Rabindranath Tagore



কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত তথা বিশ্বের গর্ব | তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি হল ‘আমার যে সব দিতে হবে ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার যে সব দিতে হবে গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Je Sob Dite Hobe Song Lyrics in Bengali

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি—
আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী ॥
আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা,
আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা
সব দিতে হবে ॥
আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে
গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে।
এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা,
বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা—
সব দিতে হবে ॥
তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ’রে
আমার ক’রে নিয়ে তবে নাও যে তোমার ক’রে।
আমার ব’লে যা পেয়েছি শুভক্ষণে যবে
তোমার ক’রে দেব তখন তারা আমার হবে
সব দিতে হবে ॥

Aamar Je Sob Dite Hobe Song Lyrics in English Transcription । আমার যে সব দিতে হবে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar je sob dite hobe se to aami jaani –
Aamar joto bitto, probhu, aamar joto baani.
Aamar chokher cheye dekha, aamar kaaner shona,
Aamar haater nipun seba, aamar aanagona –
Sob dite hobe.
Aamar probhat, aamar sondha hridoypotropute
Gopon theke tomar paane utthbe phute phute.
Ekhon se je aamar bina, hotechhe taar bnaadha,
Baajbe jokhon tomar hobe tomar sure saadha –
Sob dite hobe.
Tomari aanondo aamar dukhe sukhe bhore
Aamar kore niye tobe naao je tomar kore.
Aamar bole ja peyechhi subhokhone jobe
Tomar kore debo tokhon taara aamar hobe –
Sob dite hobe.

আমার যে সব দিতে হবে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Je Sob Dite Hobe Song Information

পর্যায়: পূজা (482)

উপ-পর্যায়: বিবিধ

তাল: একতাল

রাগ: দেশ

লেখা: 1914 (৭ বৈশাখ ১৩২১)

স্থানঃ শান্তিনিকেতন

সংগ্রহঃ গীতিমাল্য

স্বরবিতান: 40

স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমার যে সব দিতে হবে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Je Sob Dite Hobe Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts