আমার জীবনপাত্র উচ্ছলিয়া গানের কথা । Aamar Jibonpaatro Uchchholia Song Lyrics – By Rabindranath Tagore



কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত তথা বিশ্বের গর্ব | তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি হল ‘আমার জীবনপাত্র উচ্ছলিয়া ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার জীবনপাত্র উচ্ছলিয়া গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Jibonpaatro Uchchholia Song Lyrics in Bengali

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই তার মূল্যের পরিমাণ ॥
রজনীগন্ধা অগোচরে
যেমন রজনী স্বপনে ভরে সৌরভে,
তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান ॥
বিদায় নেবার সময় এবার হল প্রসন্ন মুখ তোলো,
মুখ তোলো, মুখ তোলো— মধুর মরণে
পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ চরণে।
যারে জান নাই, যারে জান নাই, যারে জান নাই,
তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান |

Aamar Jibonpaatro Uchchholia Song Lyrics in English Transcription । আমার জীবনপাত্র উচ্ছলিয়া গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar jibonpaatro uchchholia maadhuri korechho daan –
Tumi jaano naai tumi jaano naai,
Tumi jaano naai taar mulyer poriman.
Rojonigondha ogochore
Jemon rojoni swopone bhore sourobhe,
Tumi jaano naai tumi jaano naai
Tumi jaano naai, morome aamar dhelechho tomar gaan.
Biday nebar somay ebar holo -Prosonno mukh tolo,
mukho tolo mukho tolo -Modhur morone
purno koriya snopia jaabo praan chorone.
Jaare jaano naai, jaare jaano naai, jaare jaano naai,
Taar gopon byathar nirob raatri hok aaji obosan.

আমার জীবনপাত্র উচ্ছলিয়া গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Jibonpaatro Uchchholia Song Information

পর্যায় : প্রেম (43)

উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র

তাল: দাদরা

রাগ: রামকেলি

লিখিত: 1939

সংগ্রহঃ শ্যামা

স্বরবিতান: 19 (শ্যামা)

স্বরলিপি লিখেছেন: সুশীলকুমার ভঞ্জ চৌধুরী

আমার জীবনপাত্র উচ্ছলিয়া গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Jibonpaatro Uchchholia Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts