আমার খেলা যখন ছিল গানের কথা । Aamar Khela Jokhon Chilo Song Lyrics – By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমার খেলা যখন ছিল ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার খেলা যখন ছিল গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Khela Jokhon Chilo Song Lyrics in Bengali

আমার খেলা যখন ছিল তোমার সনে
তখন কে তুমি তা কে জানত ।
তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে,
জীবন বহে যেত অশান্ত ॥
তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত
যেন আমার আপন সখার মতো,
হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে
সে দিন কত-না বন-বনান্ত ॥
ওগো, সেদিন তুমি গাইতে যে-সব গান
কোনো অর্থ তাহার কে জানত ।
শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ,
সদা নাচত হৃদয় অশান্ত ।
হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি—
স্তব্ধ আকাশ, নীরব শশী রবি,
তোমার চরণ-পানে নয়ন করি নত
ভুবন দাঁড়িয়ে আছে একান্ত ॥

Aamar Khela Jokhon Chilo Song Lyrics in English Transcription । আমার খেলা যখন ছিল গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar khela jokhon chhilo tomar sone
Tokhon ke tumi ta ke jaanto.
Tokhon chhilo na bhoy, chhilo na laaj mone,
Jibon bohe jeto oshanto.
Tumi bhorer bela daak diyechho kato
Jeno aamar aapon sokhar moto,
Hese tomar saathe phirechilem chhute
Se din koto-na bon-bonanto.
Ogo sedin tumi gaaite je-sob gaan
Kono ortho taahar ke jaanto.
Shudhu songe taari gaaito aamar praan,
Soda naachto hridoy oshanto.
Hotthat khelar sheshe aaj ki dekhi chhobi –
Stobdho aakash, nirob shoshi robi,
Tomar choron-paane noyon kori noto
Bhubon dnaariye aache ekanto.

আমার খেলা যখন ছিল গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Khela Jokhon Chilo Song Information

পর্যায় : পূজা (64)

উপ-পর্যায়: বন্ধু

তাল: দাদরা

রাগ: সাহানা

লিখিত: 1910 ( ১৭জৈষ্ঠ ১৭১৭)

সংগ্রহঃ গীতাঞ্জলি

স্বরবিতান: 37

স্বরলিপি লিখেছেন: সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়/ভীমরাও শাস্ত্রী

আমার খেলা যখন ছিল গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Khela Jokhon Chilo Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts