রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমার মল্লিকাবনে ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার মল্লিকাবনে গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Mollikabone Song Lyrics in Bengali
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ॥
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি ॥
এখনো বনের গান বন্ধু হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি ।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি ॥
Aamar Mollikabone Song Lyrics in English Transcription । আমার মল্লিকাবনে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar mollikabone jokhon prothom dhorechhe koli
Tomar laagia tokhoni, bondhu, bedhechhinu onjali.
Tokhono kuhelijaale,
Sokha, toruni usaar bhaale
Shishire shishire orunomaalika utthitechhe chholochholi.
Ekhono boner gaan, bondhu, hoy ni to obosaan –
Tobu ekhoni jaabe ki choli.
O mor koruno bollika,
O tor shraanto mollika
Jhoro jhoro holo, ei bela tor shesh kotha dis boli.
আমার মল্লিকাবনে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Mollikabone Song Information
পর্যায়: প্রকৃতি (249)
উপ-পর্যায়: বসন্ত (62)
তাল: দাদরা
শৈলী: কীর্তন
অঙ্গ: কীর্তন
লিখিত: 1931
সংগ্রহঃ নবিন
স্বরবিতান: 5
স্বরলিপি লিখেছেন: অনাদিকুমার দস্তিদার
আমার মল্লিকাবনে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Mollikabone Song Video
- আমারে করো তোমার বীণা গানের কথা । Aamare Koro Tomar Bina Song Lyrics – By Rabindranath Tagore
- আমারে ডাক দিল কে গানের কথা । Aamare Daak Dilo Ke Song Lyrics – By Rabindranath Tagore
- আমার হৃদয় তোমার গানের কথা । Aamar Hridoy Tomar Song Lyrics – By Rabindranath Tagore
- আমার হিয়ার মাঝে গানের কথা । Aamar Hiyar Maajhe Song Lyrics – By Rabindranath Tagore
- আমার সোনার বাংলা গানের কথা । Aamar Sonar Bangla Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
