কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির অন্যতম সেরা একটি গান হল ‘ আমার মন বলে ‘। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল। আপনারা খুব সহজেই লিরিক্স সংগ্রহ করে নিতে পারবেন। লিরিক্স পড়ে তা কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমার মন বলে গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Mon Bole Song Lyrics in Bengali
আমার মন বলে, ‘চাই চা ই, চাই গো― যারে নাহি পাই গো’ ।
সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে—
‘নাই, না ই নাই গো’ ॥
হারিয়ে যেতে হবে, আমায় ফিরিয়ে পাব তবে,
সন্ধ্যাতারা যায় যে চলে
ভোরের তারায় জাগবে ব’লে বলে সে,
‘যা ই যা ই যাই গো’ ॥
Aamar Mon Bole Song Lyrics in English Transcription । আমার মন বলে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar mon bole, ‘chaai chaai, chaai go –
jaare naahi paai go’.
Sokol paawar maajhe aamar mone bedon baaje –
‘Naai, naai, naai go’.
Haariye jete hobe,
Aamay phiriye paabo tobe,
Sondhataara jaay je chole
bhorer taaray jaagbe bole –
Bole se, ‘Jaai, jaai, jaai go’.
আমার মন বলে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Mon Bole Song Information
পর্যায়: প্রেম (343)
উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র
তাল: দাদরা
শৈলী: বাউল সুর
অঙ্গ: বাউল
লিখিত: 1933
সংগ্রহঃ তাসের-দেশ
স্বরবিতান: 1/12
স্বরলিপি লিখেছেন: শান্তিদেব ঘোষ
আমার মন বলে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Mon Bole Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।