আমার মন মানে না গানের কথা । Aamar Mon Mane Na Song Lyrics – By Rabindranath Tagore


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত তথা বিশ্বের গর্ব | তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি হল ‘আমার মন মানে না ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার মন মানে না গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Mon Mane Na Song Lyrics in Bengali

আমার মন মানে না দিনরজনী।
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি। ওগো,
কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি— ওগো সজনি ॥
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি ।
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী— কেন না জানি ॥
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে ।
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে—
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি ৷

Aamar Mon Mane Na Song Lyrics in English Transcription । আমার মন মানে না গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar mon maane naa dinrojoni.
Aami ki kotha smoriya e tonu bhoriya pulok raakhite naari.
Ogo, ki bhaabhiya mone e duti noyone uthole noyonobaari –
Ogo sojoni.
Se sudhabochon, se sukhoporosh, onge baajichhe bnaashi.
Taai shuniya shuniya aaponar mone hridoy hoy udaashi –
Keno na jaani.
Ogo, baatase ki kotha bhese aase, aakashe ki mukh jaage !
Ogo bonmormore nodi nirjhore ki modhuro sur laage.
Phuler gondho bondhur moto joraaye dhorichhe gole –
Aami e kotha, e byatha, sukho byakulota kaahar choronotole
Debo nichhoni.

আমার মন মানে না গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Mon Mane Na Song Information

পর্যায়: প্রেম (58)

উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র

তাল: একতাল

রাগ: পিলু-ভীমপলাসী-কীর্তন

অঙ্গ: কীর্তন

লিখিত: 1892

স্বরবিতান: ১০

স্বরলিপি লিখেছেন: ইন্দিরা দেবী চৌধুরানী

আমার মন মানে না গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Mon Mane Na Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts