আমার নিশীথরাতের বাদলধারা গানের কথা । Aamar Nishithoraater Baadoldhaara Song Lyrics – By Rabindranath Tagore



বিংশ শতাব্দীর বাঙালি সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপক প্রভাব রয়েছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমার নিশীথরাতের বাদলধারা ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার নিশীথরাতের বাদলধারা গানের কথা বাংলা হরফে । Aamar Nishithoraater Baadoldhaara Song Lyrics in Bengali

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা ॥
ওগো অন্ধকারের অন্তরধন,
দাও ঢেকে মোর পরান মন–
আমি চাই নে তপন, চাই নে তারা ॥
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে।
একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে–
দিয়ো গো, দিয়ো গো,
আমার চোখের জলের দিয়ো সাড়া ॥

Aamar Nishithoraater Baadoldhaara Song Lyrics in English Transcription । আমার নিশীথরাতের বাদলধারা গানের কথা ইংরেজি হরফে

Aamar nishithoraater baadoldhaara, eso hey gopone
Aamar swoponloke dishahaara.
Ogo ondhokarer ontorodhon,
daao dheke mor poran mon –
Aami chaai ne topon, chaai ne taara.
Jokhon sobai mogon ghumer ghore
Niyo go, niyo go,
Aamar ghum niyo go horon kore.
Ekla ghore chupe chupe eso kebol surer rupe –
Diyo go ,diyo go,
Aamar chokher joler diyo saara.

আমার নিশীথরাতের বাদলধারা গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন । Aamar Nishithoraater Baadoldhaara Song Information

পর্যায় : প্রেম (68)

উপ-পর্যায় : প্রেম-বৈচিত্র

তাল: কাহারবা-দাদরা

রাগ: বেহাগ

লেখা: 1915 (আশ্বিন 1322)

স্থানঃ শান্তিনিকেতন

প্রকাশিত: প্রবাসী

স্বরবিতান: 11 (কেতকী) / 16 (গীতাপঞ্চশিকা)

স্বরলিপি: দীনেন্দ্রনাথ ঠাকুর

আমার নিশীথরাতের বাদলধারা গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Nishithoraater Baadoldhaara Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts