আমার অভিমানের বদলে গানের কথা । Aamar Obhimaaner Bodole Song Lyrics – By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমার অভিমানের বদলে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার অভিমানের বদলে গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Obhimaaner Bodole Song Lyrics in Bengali

আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা।
আজ নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা॥
আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে,
তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা॥
ছিল আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি,
তোমার প্রেম এল যে আগুন হয়ে– করল তারে আলা।
সেই-যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি
তারে উজাড় করে সাজিয়ে দিলেম তোমার বরণডালা॥

Aamar Obhimaaner Bodole Song Lyrics in English Transcription । আমার অভিমানের বদলে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar obhimaaner bodole aaj nebo tomar maala.
Aaj nishisheshe shesh kore diyi chokher joler paala.
Aamar kotthin hridoytaare phele dilem pother dhaare,
Tomar choron debe taare modhur porosh paashan-gala.
Chhilo aamar aandharkhani, taare tumi-i nile taani,
Tomar prem elo je aagun hoye – korlo taare aala.
Sei-je aamar kaache aami chhilo sobar cheye daami,
Taare ujaar kore saajiye dilem tomar borondaala.

আমার অভিমানের বদলে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Obhimaaner Bodole Song Information

পর্যায়: পূজা

উপ- পর্যায়: বন্ধু

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

আমার অভিমানের বদলে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Obhimaaner Bodole Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts