আমার প্রাণের পরে গানের কথা । Aamar Praaner Pore Song Lyrics – By Rabindranath Tagore


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যতম গান গুলোর মধ্যে একটি হচ্ছে ‘ আমার প্রাণের পরে’ গানটি। হৃদয়স্পর্শী গানের প্রতি শব্দ গানটিকে করে তুলে ভারী মনমুগ্ধকর। মধুর এই গানটির কথা বা লিরিক্স নিম্নে শেয়ার করা হল, খুব সহজেই আপনারা পড়ে নিতে পারেন, এবং কপি, শেয়ার ও ডাওনলোড করে নিন নিচে দেওয়া বিভিন্ন অপশনের সাহায্যে।

আমার প্রাণের পরে গানের কথা বাংলা হরফে । Aamar Praaner Pore Song Lyrics in Bengali

আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো,
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে,
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না
সে কোথায় গেলো ফিরে এলো না।
সে যেতে যেতে চেয়ে গেল,
কী যেন গেয়ে গেল।
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে।
যেখান দিয়ে হেসে গেছে,
হাসি তার রেখে গেছে রে।
মনে হল আঁখির কোণে,
আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমেরও ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল
ফুলেরও ডোর।
কুসুমবনের উপর দিয়ে
কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এলে রে..
কোথা দিয়ে কোথায় গেল সে।

Aamar Praaner Pore Song Lyrics in English Transcription । আমার প্রাণের পরে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar praaner pore chole gelo ke
Bosonter baatastukur moto.
Se je chnuye gelo nuye gelo re –
Phul phutiye gelo shoto shoto.
Se chole gelo bole gelo na –
se kothay gelo phire elo na.
Se jete jete cheye gelo
ki jeno geye gelo –
Taai aapon mone bose aachhi kusumbonete.
Se dheuer moto bhese gechhe
chnaader aalor deshe gechhe,
Jekhan diye hese gechhe,
haasi taar rekhe gechhe re –
Mone holo aankhir kone
aamay jeno deke geche se.
Aami kothay jaabo kothay jaabo
bhaabitechhi taai ekla bose.
Se chnaader chokhe buliye gelo ghumer ghor.
Se praaner kothay duliye gelo phuler dor.
Kusumboner upor diye ki kotha se bole gelo,
Phuler gondho paagol hoye
songe taari chole gelo,
Hridoy aamar aakul holo,
noyon aamar mude elo re –
Kotha diye kothay gelo se.

আমার প্রাণের পরে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন । Aamar Praaner Pore Song Information

পর্যায় : প্রেম (192)

উপ-পর্যায় : প্রেম-বৈচিত্র

তাল: খেমটা

রাগ: পিলু-কলিঙ্গরা-পরজ-কীর্তন

অঙ্গ: কীর্তন

লিখিত: 1883

সংগ্রহঃ ছবি ও গান

স্বরবিতান: ২০

স্বরলিপি: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

আমার প্রাণের পরে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Praaner Pore Song Video

‘আমার প্রাণের পরে’ গান সম্বন্ধীয় তথ্য খুব সহজেই আপনারা পেয়ে গেলেন, আরো সুন্দর রবীন্দ্র সংগীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

Recent Posts