কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত তথা বিশ্বের গর্ব | তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি হল ‘আমার প্রাণের মাঝে সুধা ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমার প্রাণের মাঝে সুধা গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Praner Majhe Sudha Song Lyrics in Bengali
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি–
হায় বুঝি তার খবর পেলে না।
পারিজাতের মধুর গন্ধ পাও কি–
হায় বুঝি তার নাগাল মেলে না ॥
প্রেমের বাদল নামল, তুমি জানো না হায় তাও কি।
আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি।
আমি সেতারেতে তার বেঁধেছি,
আমি সুরলোকের সুর সেধেছি,
তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি–
হায় আসরেতে বুঝি এলে না।
ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি!
আজ ঝুলনদিনে দোলন লাগে, তোমার পরান হেলে না ॥
Aamar Praner Majhe Sudha Song Lyrics in English Transcription । আমার প্রাণের মাঝে সুধা গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar praaner maajhe sudha aachhe, chaao ki –
Haay bujhi taar khobor pele naa.
Paarijater modhur gondho paao ki –
Haay bujhi taar naagal mele na.
Premer baadol naamlo, tumi jaano na haay taao ki.
Aaj megher daake tomar moner moyurke naachao ki.
Aami setarete taar bnedhechhi, aami suroloker sur sedhechhi,
Taari taane taane mone praane miliye gola gaao ki –
Haay aasorete bujhi ele na.
Daak utthechhe baare baare, tumi saara daao ki !
Aaj jhulondine dolan laage, tomar poran hele na.
আমার প্রাণের মাঝে সুধা গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Praner Majhe Sudha Song Information
পর্যায়: প্রেম
উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র
রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1937
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
আমার প্রাণের মাঝে সুধা গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Praner Majhe Sudha Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।