আমার প্রাণের মানুষ গানের কথা । Aamar Praner Manush Song Lyrics – By Rabindranath Tagore



বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমার প্রাণের মানুষ ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার প্রাণের মানুষ গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Praner Manush Song Lyrics in Bengali

আমার প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে॥
আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়–
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে॥
আমি তার মুখের কথা শুনব ব’লে গেলাম কোথা,
শোনা হল না, হল না–
আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে॥
কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে,
দেখা মেলে না মেলে না,–
ও তোরা আয় রে ধেয়ে দেখ্‌ রে চেয়ে আমার বুকে —
ওরে দেখ্‌ রে আমার দুই নয়ানে॥

Aamar Praner Manush Song Lyrics in English Transcription । আমার প্রাণের মানুষ গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar praaner maanus aachhe praane
Taai heri taay sokol khaane.
Aachhe se noyontaaray aalokdhaaray, taai na haaray –
Ogo taai dekhi taay jethay sethay
Taakai aami je dik-paane.
Aami taar mukher kotha shunbo bole gelam kotha,
Shona holo na, holo na –
Aaj phire ese nijer deshe ei-je shuni
Shuni taahar baani aapon gaane.
Ke tora khnujis taare kaangal bese dwaare dwaare,
Dekha mele na, mele na, –
Tora aay re dheye, dekh re cheye aamar buke –
Ore dekh re aamar dui noyane.

আমার প্রাণের মানুষ গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Praner Manush Song Information

পর্যায়: পূজা

উপ-পর্যায়: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

আমার প্রাণের মানুষ গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Praner Manush Song Video

https://youtu.be/qfLbBZ7zJew

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts