নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমার রাত পোহালো ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমার রাত পোহালো গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Raat Pohalo Song Lyrics in Bengali
আমার রাত পোহালো শারদ প্রাতে।
বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে।
তোমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা, আগমনী, কত যে–
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে॥
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে।
সময় যে তার হল গত
নিশিশেষের তারার মতো–
শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে॥
Aamar Raat Pohalo Song Lyrics in English Transcription । আমার রাত পোহালো গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar raat pohalo shaarod praate.
Bnaashi, tomay diye jaabo kaahar haate.
Tomar buke baajlo dhwoni
Bidaygaatha aagomoni, koto je –
Phaalgune shraabone, koto probhate raate.
Je kotha roy praaner bhitor ogochore
Gaane gaane niyechhile churi kore.
Somay je taar holo goto
Nishishesher taarar moto –
Shesh kore daao shiuliphuler moron-saathe.
আমার রাত পোহালো গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Raat Pohalo Song Information
পর্যায়: প্রকৃতি (165)
উপ-পর্যায়: শরৎ (২৫)
তাল: দাদরা
রাগ: ভৈরবী
লিখিত: 1925
প্রকাশিত: শান্তিনিকেতন পত্রিকা
স্বরবিতান: 2
স্বরলিপি লিখেছেন: অনাদিকুমার দস্তিদার
আমার রাত পোহালো গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Raat Pohalo Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।