আমার শেষ পারানির কড়ি গানের কথা । Aamar Shesh Paaranir Kori Song Lyrics – By Rabindranath Tagore



নিত্য নতুন সৃষ্টির সাথে আজও তাল মিলিয়ে চলছে রবীন্দ্র সৃষ্টি, তবে প্রাচীন সঙ্গীতধারাও মিশে আছে তাঁর গানগুলোতে। বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমার শেষ পারানির কড়ি ‘। আপনারা খুব সহজেই লিরিক্স সংগ্রহ করে নিতে পারবেন। লিরিক্স পড়ে তা কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার শেষ পারানির কড়ি গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Shesh Paaranir Kori Song Lyrics in Bengali

কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি
একলা ঘাটে রইব না গো পড়ি ॥
আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাব গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ॥
পার হব কি নাই হব তার খবর কে রাখে—
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে
ওগো তোমরা মিছে ভাব’,
আমি যাবই যাবই যাব—
ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি।।

Aamar Shesh Paaranir Kori Song Lyrics in English Transcription । আমার শেষ পারানির কড়ি গানের লিরিক্স ইংরেজি হরফে

Kontthe nilem gaan, aamar shesh paaranir kori –
Ekla ghaate roibo na go pori.
Aamar surer rosik neye
Taare bholabo gaan geye,
Paarer kheyay sei bhorsay chori.
Paar hobo ki naai hobo taar khobor ke raakhe –
Durer haaway daak dilo ei surer paaglake.
Ogo tomra michhe bhaabo,
Aami jaaboi jaaboi jaabo –
Bhaanglo duwar kaatlo doradori.

আমার শেষ পারানির কড়ি গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Shesh Paaranir Kori Song Information

পরজায়: পূজা (31)

উপ-পর্জায়ঃ গান

তাল: কাহারবা

রাগ: খাম্বাজ-বাউল

অঙ্গ: বাউল

লিখিত: 1924

প্রকাশিতঃ বিজলী

স্বরবিতান: ৩০

স্বরলিপি লিখেছেন: অনাদিকুমার দস্তিদার

দ্রষ্টব্য: এই গানটি ১৯২৪ সালে ৭ ই মার্চ, কলকাতায় লেখা হয়েছিল

আমার শেষ পারানির কড়ি গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Shesh Paaranir Kori Song Video

https://youtu.be/WQctzum1bfU

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts