আমার সকল দুখের প্রদীপ গানের কথা । Aamar Sokol Dukher Prodip Song Lyrics – By Rabindranath Tagore


রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমার সকল দুখের প্রদীপ ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার সকল দুখের প্রদীপ গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Sokol Dukher Prodip Song Lyrics in Bengali

আমার  সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন–
আমার  ব্যথার পূজা হয় নি সমাপন ॥
যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,
সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন–
আমার   ব্যথার পূজা হবে সমাপন ॥
অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,
মনের মাঝে উঠেছে আজ ভ’রে।
যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন–
আমার   ব্যথার পূজা হবে সমাপন ॥

Aamar Sokol Dukher Prodip Song Lyrics in English Transcription । আমার সকল দুখের প্রদীপ গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar sokol dukher prodip jwele dibos gele korbo nibedon –
Aamar byathar puja hoy ni somapon.
Jokhon bela-sesher chhaayay
paakhira jaay aapon kulay-maajhe,
Sondha pujar ghonta jokhon baaje,
Tokhon aapon shesh shikhati jwaalbe e jibon –
Aamar byathar puja hobe somapon.
Anek diner anek kotha, byakulota, bnaadha bedono-dore,
Moner maajhe utthechhe aaj bhore.
Jokhon pujar homanole utthbe jwole eke eke taara,
Aakash-paane chutbe bnaadhon-haara,
Ostorobir chhobir saathe milbe aayojon –
Aamar byathar puja hoy ni somapon.

আমার সকল দুখের প্রদীপ গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Sokol Dukher Prodip Song Information

পর্যায়: পূজা (201)

উপ-পর্যায়: দুখ

রাগ: মিশ্র ভীমপলশ্রী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমার সকল দুখের প্রদীপ গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Sokol Dukher Prodip Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts