আমার সোনার বাংলা গানের কথা । Aamar Sonar Bangla Song Lyrics – By Rabindranath Tagore


রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমার সোনার বাংলা ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার সোনার বাংলা গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Sonar Bangla Song Lyrics in Bengali

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে–
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো–
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে–
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা,আমি নয়নজলে ভাসি ॥
তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে–
তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি ॥
ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে,
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে–
ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি ॥
ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে–
দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে–
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি ॥

Aamar Sonar Bangla Song Lyrics in English Transcription । আমার সোনার বাংলা গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar sonaar baangla, aami tomay bhaalobasi.
Chirodin tomar aakash, tomar baatas, aamar praane baajay bnaashi.
O ma, phaagune tor aamer bone ghraane paagol kore,
Mori haay, haay re –
O ma, Oghrane tor bhora khete aami ki dekhechi modhur haasi.
Ki shobha, ki chhaaya go, ki sneho, ki maaya go –
Ki aanchol bichhayechho boter mule, nodir kule kule.
Maa, tor mukher baani aamar kaane laage sudhar moto,
Mori haay, haay re –
Ma, tor bodonkhani molin hole, o ma, aami noyonjole bhaasi.
Tomar ei khelaghore shishukaal kaatile re,
Tomari dhulamaati onge maakhi dhonyo jibon maani.
Tui din phurale sondhakaale ki deep jwaalis ghore,
Mori haay, haay re –
Tokhon kheladhula sokol phele, o maa, tomar kole chhute aasi.
Dhenu-chora tomaar maathe, paare jaabar kheyaghaate,
Saara din paakhi-daaka chhaayay-dhaaka tomar pollibaate,
Tomaar dhaane-bhora aanginate jiboner din kaate,
Mori haay, haay re –
O ma, aamar je bhaai taara sabai, o maa, tomar raakhal tomar chaashi.
O maa, tor choronete dilem ei maatha pete –
De go tor paayer dhula, se je aamar maathar maanik hobe.
O maa, goriber dhon ja aachhe taai dibo choronotole,
Mori haay, haay re –
Aami porer ghore kinbo na, maa, tor bhushon bole golar phaansi.

আমার সোনার বাংলা গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Sonar Bangla Song Information

পর্যায়: স্বদেশ

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

দ্রষ্টব্য: এই গানটি 1905 সালে ‘বঙ্গ ভাঙো প্রতিরোধ’ আন্দোলনের সমর্থনে লেখা হয়েছিল এবং প্রথম গাওয়া হয়েছিল 25 শে আগস্ট 1905 সালে। একটি বাংলা লোকগীতি “আমি কোথায় পাবো তারে” থেকে গানটি উদ্ভূত। গানটির প্রথম দশ লাইন ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।

আমার সোনার বাংলা গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Sonar Bangla Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts