নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমরা বেঁধেছি কাশের গুচ্ছ ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গানের লিরিক্স বাংলা হরফে । Aamra Bnedhechi Kaasher Guccho Song Lyrics in Bengali
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা–
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা ॥
এসো গো শারদলক্ষ্ণী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো নির্মল নীলপথে,
এসো ধৌত শ্যামল আলো-ঝলমল-বনগিরিপর্বতে–
এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা ॥
ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু ঝঙ্কারে,
হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে–
সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা ॥
Aamra Bnedhechi Kaasher Guccho Song Lyrics in English Transcription । আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamra bnedhechhi kaasher guchho, aamra gnethechhi shephali maala –
Nobin dhaaner monjori niye saajiye enechhi daala.
Eso go shaarodlokkhi, tomar shubhro megher rothe,
Eso nirmol nil pothe,
Eso dhouto shyamol aalo-jholmol-bonogiriporbote –
Eso mukut poriya shwetshotodol shitol-shishir-dhaala.
Jhora maalotir phule
Aason bichhano nibhrito kunje bhora gongar kule,
Phirichhe moral daana paatibaare tomar choronmule.
Gunjorotaan tuliyo tomar sonar binar taare
Mridumodhu jhonkaare,
Haasi-dhaala sur goliya poribe khoniko-oshrudhaare.
Rohiya rohiya je poroshmoni jholoke olok kone
Poloker tore sokorun kore bulayo bulayo mone –
Sona hoye jaabe sokol bhaabona aandhar hoibe aala.
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamra Bnedhechi Kaasher Guccho Song Information
পর্যায়: প্রকৃতি
উপ-পর্যায়: শরৎ (৪)
তাল: একতাল
রাগ: কলিঙ্গরা
লেখা: 1908 (৩ ভাদ্র ১৩১৫)
স্থানঃ শান্তিনিকেতন
সংগ্রহঃ গীতাঞ্জলি
স্বরবিতান: ৫০ (শেফালি)
স্বরলিপি লিখেছেন: দিনেন্দ্রনাথ ঠাকুর / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় / ভীমরাও শাস্ত্রী
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamra Bnedhechi Kaasher Guccho Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।