আমরা সবাই রাজা গানের কথা । Aamra Sobai Raja Song Lyrics – By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমরা সবাই রাজা ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমরা সবাই রাজা গানের লিরিক্স বাংলা হরফে । Aamra Sobai Raja Song Lyrics in Bengali

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে–
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে–
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
রাজা সবারে দেন মান,সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে–
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে–
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

Aamra Sobai Raja Song Lyrics in English Transcription । আমরা সবাই রাজা গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamra sobai raaja aamader ei raajar raajotte –
Noile moder raajar sone milbo ki swotte ?
Aamra ja khushi taai kori, tobu taar khushitei chori,
Aamra noi bnaadha noi daaser raajar traaser daasotte –
Noile moder raajar sone milbo ki swotte ?
Raaja sobare den maan, se maan aapni phire paan,
Moder khaato kore raakhe ni keu kono osotye –
Noile moder raajar sone milbo ki swotte ?
Aamra cholbo aapon mote, sheshe milbo tnaari pothe,
Mora morbo na keu bipholoter bishom aborte –
Noile moder raajar sone milbo ki swotte ?

আমরা সবাই রাজা গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamra Sobai Raja Song Information

পর্যায় : স্বদেশ (10)

তাল: দাদরা

রাগ: ভৈরবী-কলিঙ্গরা

লিখিত: 1905

সংগ্রহঃ রাজা

স্বরবিতান: 42 (অরুপরতন)

স্বরলিপি লিখেছেন: অনাদিকুমার দস্তিদার

আমরা সবাই রাজা গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamra Sobai Raja Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts