আনন্দেরই সাগর হতে গানের কথা । Aanonderi Saagor Hote Song Lyrics – By Rabindranath Tagore



কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আনন্দেরই সাগর হতে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আনন্দেরই সাগর হতে গানের লিরিক্স বাংলা হরফে । Aanonderi Saagor Hote Song Lyrics in Bengali

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান ।
দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই, টান রে সবাই টান ॥
বোঝা যত বোঝাই করি করব রে পার দুখের তরী,
ঢেউয়ের ‘পরে ধরব পাড়ি— যায় যদি যাক প্ৰাণ ॥
কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ— ভয় আছে সব জানা ।
কোন্ শাপে কোন্ গ্রহের দোষে সুখের ডাঙায় থাকব বসে।
পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান ॥

Aanonderi Saagor Hote Song Lyrics in English Transcription । আনন্দেরই সাগর হতে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aanonderi saagor hote esechhe aaj baan.
Dnaar dhore aaj bos re sobai, taan re sobai taan.
Bojha joto bojhai kori korbo re paar dukher tori,
Dheuer pore dhorbo paari – jaay jodi jaak praan.
Ke daake re pichhon hote, ke kore re maana,
Bhoyer kotha ke bole aaj – bhoy aachhe sob jaana.
Kon shaape kon groher doshe sukher daangay thaakbo bose.
Paaler roshi dhorbo koshi cholbo geye gaan.

আনন্দেরই সাগর হতে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aanonderi Saagor Hote Song Information

পর্যায়: বিচিত্র

তাল: তেওড়া

রাগ: পিলু

লেখা: 1908 (১৩১৫)

সংগ্রহঃ গীতাঞ্জলি

স্বরবিতান: ৫০ (শেফালি)

স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর / ভীমরাও শাস্ত্রী

আনন্দেরই সাগর হতে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aanonderi Saagor Hote Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts