আনন্দলোকে মঙ্গলালোকে গানের কথা । Aanondoloke Mongolaloke Song Lyrics – By Rabindranath Tagore


কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আনন্দলোকে মঙ্গলালোকে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আনন্দলোকে মঙ্গলালোকে গানের লিরিক্স বাংলা হরফে । Aanondoloke Mongolaloke Song Lyrics in Bengali

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান,
করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
ধরণী’পর ঝরে নির্ঝর,
মোহন মধু শোভা ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে ॥
বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥
স্নেহ প্ৰেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥
জগতে তব কী মহোৎসব,
বন্দন করে বিশ্ব শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥

Aanondoloke Mongolaloke Song Lyrics in English Transcription । আনন্দলোকে মঙ্গলালোকে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aanondoloke mongolaloke birajo, sotyosundoro.
Mohima tobo udbhasito mohagogonmaajhe,
Bishwojagoto monibhushon bestito chorone.
Grohotaarok chandrotopon byakul druto bege
Korichhe paan, korichhe snaan, akkhoy kirone.
Dharoniporo jhare nirjhoro, mohon modhu shobha
Phulpallab-gitogondho-sundoro-borone.
Bohe jibon rojonidin chironutondhaara,
Koruna tobo obisram jonome morone.
Sneho prem daya bhokti komol kore praan,
Koto shaantono koro borshan sontapohorone.
Jagote tobo ki mahotsob, bondono kore bishwo
Shrisompodo bhumaaspodo nirbhoyoshorone.

আনন্দলোকে মঙ্গলালোকে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aanondoloke Mongolaloke Song Information

পর্যায়: পূজা (476)

উপ-পর্যায়: বিবিধ

তাল: একতাল

রাগঃ ঝিঁঝিট-মহিসুরী-ভজন

লিখিত: 1893

স্বরবিতান: 4

স্বরলিপি: কাঙ্গালীচরণ সেন

আনন্দলোকে মঙ্গলালোকে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aanondoloke Mongolaloke Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts