বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যতম গান গুলোর মধ্যে একটি হচ্ছে ‘ আপনাকে এই জানা আমার ’ গানটি। হৃদয়স্পর্শী গানের প্রতি শব্দ গানটিকে করে তুলে ভারী মনমুগ্ধকর। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আপনাকে এই জানা আমার গানের লিরিক্স বাংলা হরফে । Aapnake Ei Jaana Aamar Song Lyrics in Bengali
আপনাকে এই জানা আমার ফুরাবে না।
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥
কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে
আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা ॥
আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে,
বারে বারে এই ভুবনের প্রাণের হাটে।
ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে,
আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥
Aapnake Ei Jaana Aamar Song Lyrics in English Transcription । আপনাকে এই জানা আমার গানের লিরিক্স ইংরেজি হরফে
Aapnake ei jaana aamar phurabe naa.
Ei jaanari songe songe tomay chena.
Koto jonom-moronete tomari oi choronete,
Aapnake je debo, tobu baarbe dena.
Aamader je naamte hobe ghaate ghaate,
Bare bare ei bhuboner praaner haate.
Byabsa mor tomar saathe cholbe bere dine raate,
Aapna niye korbo jotoi becha kena.
আপনাকে এই জানা আমার গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aapnake Ei Jaana Aamar Song Information
পর্যায়: পূজা
উপ-পর্যায়: বন্ধু
রাগ: ভৈরবী-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
আপনাকে এই জানা আমার গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aapnake Ei Jaana Aamar Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।